আজকের বাংলাদেশ

লিখেছেন লিখেছেন তিতুমির ২২ মার্চ, ২০১৩, ১২:১৯:৫৯ রাত

১৯৯০ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত বাংলাদেশ মোটামুটি শান্তিতেই চলছিলো, কিন্তু বাধ সাধলো শান্তির শকুনের।শান্তিতেই তাদের ঘুম হারাম কারণ অন্যের শান্তি= নিজের অশান্তি। এটা হল সিলিব্রিইয়াম(সাম্যাবস্থা) এর সুত্র।সে সুত্র অনুসারে নিজের শান্তির জন্য অন্যের অশান্তি সৃষ্টি করা বড়ই জরুরি।

সেই নিমিত্তে পাকিস্তান, আফগানিস্থান, লিবিয়া, আরো বিভিন্ন দেশের পরে বাংলাদেশ মোটামুটি সর্বশেষ টার্গেট।বিভিন্ন দেশে বিভিন্ন অজুহাতে কেওয়াস সৃষ্টি করে নিজেদের স্বার্থ লাভ করাই ওদের টার্গেট। বাংলাদেশের বর্তমান সরকার এখন ওদের টার্গেট পূরণের এজেন্ট হিসেবে কাজ করছে। কারণ বর্তমান সরকারের গত চার বছরের ব্যর্থতার পাল্লা এতই বেশি যে তাদের টার্গেট পূরণের মাধ্যম ছাড়া আগামীতে আবার ক্ষমতায় ফিরে আসার আর কোন রাস্তা নেই।

আর বিরোধী দলের অবস্থা

দেয়ালে আটকে পড়া বিড়ালের মত
। বাঘ হওয়া ছাড়া ওদের আর কোন বিকল্প রাস্তা নেই। ফলাফল ভয়াবহ সংঘাত অর্থাৎ অশান্তি। আর এটাই ওদের সর্বশেষ টার্গেট।

বিষয়: রাজনীতি

১১২৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File