বেগম খালেদা জিয়া হচ্ছেন লেডি লাদেন

লিখেছেন লিখেছেন তিতুমির ০১ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:৪৬:৪৪ রাত

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি | আপডেট: ১৬:২৫, ফেব্রুয়ারী ০১, ২০১৪

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়া হচ্ছেন লেডি লাদেন, আর তারেক রহমান জুনিয়র লাদেন। মা-ছেলে লাদেনের ভাষায় বক্তব্য দিয়ে দেশটাকে ধ্বংসের কিনারায় নিয়ে গিয়েছিলেন। তাঁদের ধ্বংসের খেলা থেকে মানুষ মুক্তি পেয়েছে।

আজ শনিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ চত্বরে অনুদানের চেক ও শীতবস্ত্র বিতরণকালে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা নির্বাচনী ইশতেহারে ২০৪১ রূপকল্প ঘোষণা করেছে । যিনি সত্যিকার অর্থে দেশ নিয়ে ভাবেন, তিনিই এ ধরনের দিকনির্দেশনা দিতে পারেন। তিনি আর কেউ না জননেত্রী শেখ হাসিনা।

.........................সব জায়গায় জোড়া জোড়া একটা বিষয় আছে ।

পুরুষ /মহিলা , পজিটিভ /নেগেটিভ , শত্রু /মিত্র

ফেরেশতা /শয়তান ।

অতএব , যেখানে বুনো ওল , সেখানে বাঘা তেতুল ।

যারা বলে আমেরিকা জাতিসঙ্গ গেল তল , যারা মন্ত্রী হওয়ার জন্য প্রধান মন্ত্রীর কাছে না গিয়ে , গিয়েছে পঙ্কজ সেরনের কাছে , লেনদুপ দরজি কে ? মামুর কাছে মামার বাড়ির গল্প এর চেও বেকুব প্রশ্ন আথবা মীর জাফর এর পরিণতি কী হয়েছিল ? তার চেয়ে মনে রাখা দরকার , মীর জাফরও অনেক অনেক শক্তিশালি ছিল খুটার জোর ইংরেজদের কারণে

কিন্ত ইতিহাস বলে , ভিন্ন কথা , ভিন্ন পরিনতীর কথা । এটাই জনগণের টানেল ভিশন Wave Wave Wave

বিষয়: বিবিধ

১০৫৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

171745
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৫২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমাদের প্রধান মন্ত্রী সেখ হাসিনা ও আমাদের গ্রামের কালা মামুন এক রকম দুজনের মুখে শালীন কথা আসে না
171750
০২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:০০
কুয়েত থেকে লিখেছেন : লেডি হিটলার হাসিনার মন্ত্রী শেখ মুজিবের চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে নাপারলেও মুজিব কন্যার ঘাড়ে চড়ে ৩য় বার মন্ত্রী হলো কি করে? ধন্যবাদ
171820
০২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:১৪
সুমাইয়া বিনতে আফসারী লিখেছেন : এরা লাদেন হল কি করে !! লাদেন ছিল পাক্কা ঈমানদার,,,এরা তো তার ধারে কাছেও নেই…
171846
০২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৫২
আবু জারীর লিখেছেন : তাহলে মতিয়া এখন মুজিবের চামড়া দিয়ে ভালোই ডুগডুগি বাজাচ্ছে। জয়তু মতিয়া।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File