পাকিস্তান বানানোর চক্রান্ত থেকে দেশকে রক্ষা করতে হবে
লিখেছেন লিখেছেন তিতুমির ০১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:২৫:২১ সন্ধ্যা
: সাজেদা
পাকিস্তান বানানোর চক্রান্ত থেকে দেশকে রক্ষা করতে হবে:
জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, যারা এই দেশকে পাকিস্তান বানাতে চায়, তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। যারা যুদ্ধাপরাধীদের নিয়ে...
আর যারা দেশ কে হিন্দুস্তান বানাতে চায় , তাদের কে কী করতে হবে ?
sorry, দেশ তো already হিন্দুস্তান হয়েই গেছে এক প্রকার , নাকি বলা যায় না?
খাবার দাবার , গাড়ি ঘোড়া , টিভি চেনেল , সবই তো ইন্ডিয়ার ,
জয় বাবা ভোলানাথ , অস্তগ্ফিরুল্লাহ ,
বিষয়: বিবিধ
১২৫৬ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ফেলানীর লাশ ঝুলতে দেখেছি ভারতের কাটাতারে আমরা.
পুরনো শুত্রু বিদায় হয়েছে উনিশশো একাত্তরে
নব্য শত্রু জন্ম নিয়েছে একাত্তরের পরে
বেকার মানুষতো – হঠাত একবার মনে হলো যে, দেখি দেশের পেয়াজের কি অবস্থা। তাতে দেখলাম, আশে পাশের দেশ - মানে ভারত এবং বার্মায় যে হারে পেয়াজ উৎপন্ন হয় আমাদের সুজলা-সুফলা-শস্য-শ্যামলা-সোনার দেশে তার ঠিক অর্ধেক হারে উৎপন্ন হয়! আর চীনে আমাদের এবং এদের সবার চাইতে বেশি উৎপন্ন হচ্ছে।
তো পেয়াজের কি পরিমান ব্যবহার হয় দেশে – তা দেখতে গিয়ে দেখলাম যে, ভারত এবং বার্মায় যে হারে পেয়াজ হয় – তা যদি আমাদের সুজলা-সুফলা-শস্য-শ্যামলা-সোনার দেশে হয় তবে ভারত থেকে আমাদের আমদানী করতে হবে না।
এটা কিন্তু করা যাবে না আমাদের! – তাইলে দাদাদের লাভ হবে কিভাবে? আমাদের এখানে চেতনার চাষাবাদ করতে হবে খালি! আর চাষাবাদের জায়গায় ষ্টার-জলসা চলবে আর চাষীর পুত্র-কইণ্যারা ক্ষেতে চাষাবাদের বদলে –
কইণ্যা দূর্বাঘাসের ক্ষেতে – ওড়না দুই হাতে মাথার উপরে উঠিয়ে দৌড় দিয়ে বলবে – ও .... সাথীরে .......
পুত্র – আরেক কোনা থেকে ডিজুস ষ্টাইলে দৌড়ে আসতে থাকবে আর বলবে – ওপ্পিয়া .... ওপ্পিয়া ...... তুমি কুতায়?????
চেতনার বাম্পার ফলন হয়েছে!
তাদের কে দেখলে হিন্দু বলে জনগনকে বুঝাতে হবে।
কারণ আমাদের দেশে তারা মানে (আঃ)ওরা নয়তো হিন্দু নয়তো বুদ্ধ নয়তো মুসলিম।উনারা ধর্মনিরপেক্ষ।
তাদের মতে ধর্ম বলতে কিছু নাই । খাও দাও মার কাট।
মন্তব্য করতে লগইন করুন