A KINGDOM IS LOST FOR A NAIL

লিখেছেন লিখেছেন তিতুমির ১৪ এপ্রিল, ২০১৩, ০৪:০৩:৪৯ বিকাল

বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও তুমি ধান, এই বার ঘুঘু তোমায় বধিব পরান,

হা , প্রত্তেক দেশে সাধীনতার পর প্রতি বিপ্লব হয় বিরোধীদের মেরে ফেলে, কিন্ত এই দেশে তা হয় নাই,তাই দেশে এই অবস্থা, অনেক দিন পরহলেও বূজতেপারটা শুভ লক্ষণ,

সরকার প্রধান এখন সেই অসমাপ্ত কাজ হাতে নিয়েছেন,

অনেকেই এটাকে গুজব বলছেন, রিজভী বলেছিলেন তিনি গ্রেপ্তার হবেন , সত্তি তাই হল, মহমুদুর রহমান গ্রেপ্তার হবেন , তাই হল,

খালেদা জিয়া গ্রেপ্তার হবেন এখন বাজারে জোর গুজব, বাস্তবে তাই হলে বিএনপি শেষ,

এক নেতা একদেশ, শেখ হাসিনার বাংলাদেশ।

কাগোজে কলোমে করা নিখুট প্লান বাস্তবে ভেস্তে যায়,

এর প্রমাণ গত তিন মাসে এমন ঘটনা গোটছে যা কেউ আগে ভাবতে পারেনি, আল্লাহ বিস্সাসীদের জইন্য প্রমাণ লাগেনা তার পরেও আল্লাহ যে আছেন এটাও একটা বড় প্রমাণ

গত তিন মাস যা হয়েছে তা যদি কেউ ভাবতে না পারে , তবে আগামীতে কী হবে তা কেউ বলতেপারেনা। তবে এতটুকু বলা যায়, নিরাস হোবেনা , বিজয়ী তুমরা হবেই যদি ইমানদার

হও

বিষয়: রাজনীতি

৯১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File