আমরা কি ধর্ম যুদ্ধে আছি নাকি রাজনৈতিক যুদ্ধে ?

লিখেছেন লিখেছেন বোকাসোকা আমি ২৪ মার্চ, ২০১৩, ০৫:৩৪:০৭ বিকাল

বাংলাদেশের বর্তমান অবস্থা কারো কাছে প্রশ্ন করলে উত্তর আসবে অবস্থা ভাল না। আমিও দেশের একজন সাধারণ মানুস হিসেবে অনুভব করছি দেশ ভাল নাই। দেশ আজ দু ভাগে বিভক্ত । ভাগটা নানাজন নানা রকম করে বলবে। কেউ বলবে আওয়ামী লীগ আর এন্ট্রি আওয়ামী লীগ, কেউ বলবে আস্তিক আর নাস্তিক , দেশ্প্রেমিক আর দেশ্দ্রোহী , কেউ বলবে প্রগতিশীল আর প্রতিক্রিয়াশীল । আসলে কি অবস্থা? আমাদের মতো সাধারন মানুস কি করব এই সময়ে? আমি অন্তত চাই যুদ্ধাপরাধির বিচার হউক, তবে মুসলিম প্রধান এই দেশে ধর্মহীন রাজ্নীতি চাই না, রাসুল ( সাঃ) কে অপমান করে যারা তাদের বিচার চাই, হরতাল চাই না, পুলিশি নির্যাতন চাই না, পেট্রল বোমায় পুড়তে চাই না, রাবার বুলেটে মরতে চাই না। তাহলে আমি কোন পক্ষে ভাই? আপনারা কেউ কি বলতে পারেন? এর সমাধান কি?

বিষয়: রাজনীতি

১১৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File