ইসলাম রক্ষার আন্দোলন নিয়ে কিছু কথা !
লিখেছেন লিখেছেন বোকাসোকা আমি ২৩ মার্চ, ২০১৩, ০২:৫৯:০২ দুপুর
আমাদের দেশের দুই প্রধান রাজনৈতিক দলের পাল্টা পাল্টি কর্মসুচির মাঝে নতুন ভাবে সবকিছুকে ছাপিয়ে যে প্রসংগটা বেশি আলোচিত হচ্ছে তা হচ্ছে নাস্তিকতা বিরোধী আন্দোলন। এই আন্দোলন এর অগ্রভাগে আছেন দেশের কওমী মাদ্রাসা ভিত্তিক কিছু দল। আমাদের দেশের সাধারন মানুস ধর্মভীরু তাই তারা ইসলামী দল গুলোর আন্দোলনে মনেপ্রানে সমর্থন দিয়েছে। ইসলামী দলগুলো নাস্তিকদের শাস্তি দিয়ে আইন করার পাশাপাশি গনজাগরন মঞ্চ বন্ধ করার আর তা প্রতিহত করার দাবি করেছে। গনজাগরন মঞ্চ বন্ধ করার যুক্তি হিসেবে এর নেত্রিত্বে নাস্তিকদের থাকার কথা বলছে আর গনজাগরন মঞ্চের দাবি তাদের নেত্রিত্ব কোন নাস্তিক নাই আর তারা ইসলাম বিরোধী কোন কর্মকান্ডে জড়িত না। এটা নিয়ে চলছে পাল্টা পাল্টি বক্তব্ব ।
এখন দেখা যাক ইসলামী দল গুলোর দাবি কি এবং এর সাথে গনজাগরন মঞ্চের সম্পর্ক কতোটুকু। হেফাজতে ইসলাম ও অন্ন দলগুলোর দাবী হচ্ছে মহান আল্লাহ ও রাসুল (সাঃ) কে অবমাননা করে ব্লগে যে সব লেখা হয়েছে তার বিরুদ্বে আইনি বেবস্থা নেয়া, দোসীদের সর্বোচ্চ শাস্তির বিধান করে আইন প্রনয়ন করা। এই দাবি গুলো প্রত্তেক মুসলমান সমর্থন করে এবং এটা সমর্থন করা প্রত্তেক মুসলিমের কর্তব্ব বলে মনে করি আমি। কিন্তু ইসলামী এই আন্দোলনের পাশাপাশি গনজাগরন মঞ্চের বিরোধিতা করা ও যেখানে জাগরন মঞ্চ সেখানে প্রতিহত করার ঘোসনা দেয়ার পর আন্দোলনটা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। গন জাগরন মঞ্চ থেকে তাদের মুখপাত্র ইমরান এইচ সরকার বারবার বলছেন তাদের সাথে ইসলাম বিরোধি কেউ নাই বা তারা ইসলাম এর বিরুদ্ধে কিছু করছে না। এবং তাদের বিরুদ্ধে উঠা অভিযোগ নিয়ে তারা হেফাজতে ইসলামের সাথে আলোচনা করে সমসসা সমাধান করতে ইচ্ছুক। এরপরও হেফাজত ইসলাম তাদের অবস্থানে অনড় থাকে আর ইমরানকে অবাঞ্চিত ঘোসনা করে তাকে প্রতিহত করবে জানায়। এখন একজ্ন সাধারন বোকাসোকা মানুস হিসেবে আমার প্রশ্ন হচ্ছে কেউ যদি তার উপর উঠা অভিযোগ এর উত্তর দিতে চায় বা আলোচনায় বসে কথা বলতে চায় তাকে সে সুযোগ না দেয়ার মধ্যে সহজ ইসলামী আন্দোলন এর ভিতর অন্নকিছু থাকার ইংগিত দেয় কিনা ? সত্তি যদি ইসলাম রক্ষার আন্দোলন হতো তাহলে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের আত্ম্পক্ষ সমর্থ্ন করার সুযোগ দেয়া হতো। তাই হেফাজতে ইসলামের এই আন্দোলন যে ইসলাম রক্ষার আন্দোলনের মোড়কে সাধারন রাজনৈতিক উদ্দেশ্ব প্রনোদিত আন্দোলন এটা তাই প্রমান করে।
বিষয়: রাজনীতি
১১৯২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন