ঈমান ও ইসলাম
লিখেছেন লিখেছেন মুিজব ২০ মার্চ, ২০১৩, ০৪:৫৯:৫১ বিকাল
বাংলাদেশে বর্তমানে ঈমান নিয়ে টিকে থাকা কঠিন। মসজিদে যাচ্ছি বলে কেমন যেন দৃষ্টির মধ্যে পতিত হচ্ছি। যাদেরকে সারা জীবন অন্যায় করতে দেখেছি তারাই এখন সমাজের মাথা। ন্যায় ও অন্যায়ের মধ্যে যারা পার্থক্য করে না তারা দেখি ন্যায়-নীতি শিখায়। এ কেমন শিক্ষা! নামে মুসলিম কিন্তু কাজে বড়ই ভিন্ন। তাহলে মুনাফিক সমাজে আমাদের বসবাস! এ থেকে রেহাই কবে হবে?
বিষয়: বিবিধ
১০২৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন