খুবই গুরুত্বপূর্ণ_ইসলামিক ব্লগার, ফেইসবুক ইউজার, পেইজ এডমিনসহ সকলের দৃষ্টি আকর্ষন করছি_ভুয়া ছবি কিভাবে যাচাই করবেন???

লিখেছেন লিখেছেন সবুজ মিনার ১০ মে, ২০১৩, ১২:৩৫:১৪ রাত

আমরা একদল মুসলিম সাইবার জিহাদ চালিয়ে যাচ্ছি ইসলামকে বিজয়ী করার জন্য। নাস্তিকতার করাল গ্রাস হতে সাধারণ মুসলিমদের বাঁচানোই আমাদের লক্ষ। নাস্তিক্যবাদি মিডিয়ার অপ-প্রচারের বিরুদ্ধে আমরা মুজাহিদ। আমাদের সকলের রয়েছে ফেইসবুক একাউন্ট, পেইজ, ব্লগ ইত্যাদি, যা দিয়ে আমরা যুদ্ধ চালিয়ে যাচ্ছি শয়তানদের বিরুদ্ধে।

ইদানিং কিছু অতিউৎসাহী পেইজ এডমিন তাদের পেইজে লাইক বাড়ানোর জন্য কিছু ছবি ভুয়া ক্যাপশনে চালিয়ে দেয়। এটি যেমন ঘটে ইসলামিক ব্যাপারে, তেমনি অন্যান্য ব্যাপারেও। অন্যান্য ব্যাপারের ঘটনাগুলো এখানে আলোচনা করব না।

যেমন বছরখানেক আগে যখন মায়ানমারে বৌদ্ধ কর্তৃক মুসলিম গনহত্যা শুরু হলো, ঠিক তখনি আমাদের দৃষ্টি আকর্ষন করেছে অং সান সুচি’র হিজাব পরিহিত সেই ছবি, যার ক্যাপশনে লেখা ছিল “মুসলমান হলেন সুচি”। আর যায় কই। এই ভুয়া ছবিটি আপলোড করতে দেরি, হাজার হাজার লাইকশেয়ার করতে দেরি নাই। সবাই মনের অজান্তে কত বড় মিথ্যাকে ছড়িয়ে দিচ্ছি, তা কল্পনাও করতে পারি না। একই অবস্থা পর্নো নায়িকা সানি লিয়ন কিংবা এঞ্জেলিনা জোলি’র ছবি দিয়েও ঘটেছে। আবার দেখা গিয়েছে লাইলাতুল কদরে পবিত্র কাবা গৃহের উপরে ফটোশপে কাজ করে ফেরাস্তার আগমন রটানো হয়েছে। নবিজির পবিত্র রওজা নিয়ে যে ছবি প্রচার করেছে তার প্রতিবাদে আমি আগেই লিখেছিলাম। হযরত মুহাম্মদ (সা)’র পবিত্র রওজা মুবারক নিয়ে মাজারপূজারীদের ঘৃন্য মিথ্যাচার

ব্যাপারটি যদি শুধু এইটুকুতেই সীমাবদ্ধ থাকত, তাহলেতো হতোই। কিন্তু না। আমাদের এই মিথ্যাচার এবং না বুঝে লাইক-শেয়ার করে ইসলাম ও মুসলমানকে নাস্তিকদের চরম হাসির বস্তুতে পরিনত করি। ওরা ওদের ব্লগে এগুলো নিয়ে আলাপ করে আর বলে আমরা নাকি মূর্খ, বিজ্ঞানের যুগে কিছু বুঝি না।

নাহ! এখনই জানান দেওয়ার সময় এসেছে, আমরা নই, তোরাই হাবা আবালের দল, ছাগুর পঁচা গু।

অনেকে বুঝে এই ঘৃণ্য কর্মকান্ড করে ইসলামের ক্ষতি করে, আবার অনেকে না বুঝে শেয়ার লাইক করে এটি ছড়িয়ে দেয়। তাই ফেইসবুকে অদ্ভুত কোন ছবি পেলে ধরেই শেয়ার করবেন না। আগে যাছাই করুন।

মতিঝিলের হত্যাকান্ড নিয়েও সেই আজাইরা পেঁচাল করেছে কিছু মূর্খ পেইজ এডমিন। একটি ছবি পাইলেই এটা নিয়ে মাতামাতি’র অন্ত থাকে না। নিছের দুটি ছবি দেখুন। এগুলো নাকি মতিঝিলে শহীদ হওয়া মুসলমানের লাশ। এইধরনের আরও অনেক ছবি প্রচার হচ্ছে বিশেষ করে ফেইসবুকে। এই ছবিগুলো আপলোডের সাথে সাথে শেয়ার হয়েছে হাজার হাজার। আবার আমরা সুযোগ করে দিলাম নাস্তিকদের পেইজগুলোকে। তারা এই ছবিকে ভুয়া প্রমান করে মূর্খ বলছে মুসলমানদের।





আসলে এখানের প্রথম ছবিটি জোন্সটাউন হত্যাকান্ডের। দিতীয় ছবিটি হাইতি’র ভূমিকম্পের ফলে পড়ে থাকা মৃত দেহের ছবি। অথচ প্রচার করা হচ্ছে এগুলো মতিঝিল গনহত্যার ছবি। এই সকল ভুয়া ছবি লাইক-শেয়ার-পোষ্ট করে প্রকারান্তরে আমরা মতিঝিল হত্যাকান্ডের মূল ঘটনাকে ধামাচাপা দিতে সাহায্য করছি খুনি কুশীলবদের। মতিঝিলে শহীদ হওয়া লাশের সংখ্যা এসব ছবি থেকেও বেশি(হেফাজত সমর্থকদের বর্ণানুসারে)। পারলে সেই সকল সত্য ছবি প্রচার করুন যাতে খুনিরা দিশেহারা হয়ে যায়।

এখন আসি মূল আলোচনায়। কিভাবে বুঝব কোনটি আসল ছবি, কোনটি ভুয়া।

Google Iamge Search ব্যাবহার করে আপনি সহজেই নির্নয় করতে পারবেন কোনটি আসল কোনটি ভুয়া? এর লিঙ্ক হচ্ছে http://images.google.com/ এখানে ক্লিক করেও যেতে পারেন।

পেইজটি আসলে সার্চ বক্সে একটি ক্যামেরা’র ছবি দেখবেন। সেখানে ক্লিক করে যে ছবিটি যাছাই করবেন, তা আপলোড করেন। এবার দেখুন, সেই ছবিটি সম্পর্কে ভুরি ভুরি তথ্য আপনার সামনে এসে হাজির।

অনেক ক্ষেত্রে দেখা যাবে সেই ছবি সংশ্লিষ্ট লেখা অন্য ভাষায়। এতেও কোন সমস্যা নেই। ব্যবহার করতে পারেন Google Translator. এর লিঙ্ক হচ্ছে http://translate.google.com/#auto/bn/ এখানে ক্লিক করেও যেতে পারেন।

পেইজটি আসলে বাম পাশে আপনার টেক্স কপি করে দিলে ডান পাশে আপনার কাংখিত ভাষায় আপনার দেওয়া টেক্সটি পাবেন। উপরে From এবং To বক্সে আপনি ইচ্ছেমত ‘ভাষা’ সিলেক্ট করেও কাজ সমাধা করতে পারেন।

আর Google Images Search ব্যবহার করে যদি আপনি আপনার ছবির সাথে কোন ছবির মিল না পান তাহলে বুঝবেন তা কারও না কারও এডিট করা ছবি, অর্থাৎ ভুয়া। তবে কিভাবে এডিট করা হয়েছে তা নিয়ে পরে বিস্তারিত পোষ্ট দিব ইনশা-আল্লাহ।

আমার এই লেখাটি সর্বত্র শেয়ার করে সবাইকে সতর্ক করে দিন।

নিচে আমার কিছু লেখার লিঙ্ক দিলাম। পড়ে ভাল লাগবে ইনশা-আল্লাহ।

টগবগে তরুন মুরগী শাহরিয়ার এবং বৃদ্ধ হেফাজতীরা_৫ তারিখে ঢাকায় ঢুকতে দেওয়া হবে না হেফাজতক

হযরত মুহাম্মদ (সা)’র পবিত্র রওজা মুবারক নিয়ে মাজারপূজারীদের ঘৃন্য মিথ্যাচার

ইমাম আবু হানিফা (র):নাস্তিকদের প্রশ্নের দাঁতভাঙ্গা জবাব

রাজপালের "রঙ্গীলা রাসূল" বই এবং শহীদ আলীমুদ্দীন (র)

ঋতুকালীন স্ত্রী সহবাস

মাননীয় মন্ত্রী মখা ইসলাম সম্পর্কে যা জানেন, তা কি জানেন আল্লাম শফী?

২৫০ টাকা দিয়ে হুজুর(?) কিনতে পাওয়া যায়

‘পরীবানু’ কাফের ব্লগারের মূর্খতা

বাংলার মুনাফিক_আসুন জানি_সবাইকে জানাই

শাহবাগীদের প্রথম শহীদ(?) রাজিব হায়দার_মুমিন নাকি কাফের

বিষয়: বিবিধ

৫৪৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File