প্রধানমন্ত্রীর বক্তৃতা শুনে না জানি কত জন সুইসাইড করেন
লিখেছেন লিখেছেন সবুজ মিনার ১৩ এপ্রিল, ২০১৩, ০৮:৩৬:৩৫ রাত
অনেক খোঁজাখুঁজি করেও কচু গাছ পেলাম না। ঢাকাবাসির নিষ্ঠুর আচরনে বিলুপ্ত হতে গিয়েছে এই হতবাগা উদ্ভিদটি। লক্ষ ছিল, মহাপাপ হোক আর যাই হোক, সুইসাইডের একটা টেরাই করমু। প্রধানমন্ত্রী কয় কি? মদীনা সনদ অনুযায়ী নাকি তিনি দেশ চালাবেন!!! :P :P :P পরে অবশ্য মনে পড়ল যে, নির্বাচন এলে আমাদের এই নেত্রী এমন হাল্কা পাতলা কথা বলেই থাকেন। আমি নিশ্চিত, এই চাপা তিনি নির্বাচনী ইশতেহারে যোগ করবেন। ৯০ভাগ মুসলমানের দেশে এই চাপা ছাড়া কি একটা ভোটও পাবেন? আমি টেনশিত! হয়তোবা তিনি আগামী নির্বাচনের আগে বোরকা পড়া শুরু করলেও করতে পারেন। আরে দাদা!!! ভোট পাইতে হবে তো। মনে আছে তো, গতবারের নির্বাচনী ইশতেহারের কথা। ইসলাম বিরুধী কোন আইন করা হবে না এবং ১০ টাকা কেজির চাল খাওয়ানোর সেই ইন্টারন্যাশনাল প্রতিশ্রুতির কথা???? এরশাদ সাহেবের কথার নাকি ব্যালেঞ্চ নাই, তো উনার দিদির কতখানি ব্যালেঞ্চ আছে?
বিষয়: রাজনীতি
১৮২৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন