আবার মুক্তিযুদ্ধে যাব
লিখেছেন লিখেছেন নব কবি ২৬ মার্চ, ২০১৩, ১২:১৭:১৫ দুপুর
আমার মায়ের চোখের পানি এখনো ঝরে
স্বামী হারানো বেদনায় বোনের আর্তনাদ এখনো কানে বাজে।
বারুদের ঝাঁঝাঁলো গন্ধে অসস্তি চারিদিকে।
জনতার প্রতিবাদী মিছিলে পুলিশের মুহুর্মুহ গুলি
অসহায় নারী-পুরুষ,আবাল বৃদ্ধ বনিতা
শাসক শ্রেণীর সিমাহীন নিষ্ঠুরতা
অথচ আমরা এখনো বলছি স্বাধীনতা-----স্বাধীনতা।
রক্তের হলি খেলায় মেতেছে শাসক
নেকড়ে আর হায়নারা হয়ে উঠেছে আরো হিং¯্র।
পুলিশের গুলির আঘাতে পা হায় অনেক সাধারণ মানুষ
পাইপ গানের গুলিতে বুক ঝাঁঝড়া হয়ে লাশের মিছিল বাড়তে থাকে
জেলখানার অন্ধকার সেলে ঢুকরে ঢুকরে কাঁদে মানবতা।
তবুও বলছি হে স্বাধীনতা, হে আমার প্রিয় স্বাধীনতা।
হাজারো নারীর ইজ্জত আর সম্ভ্রমের বিনিময়ে যে স্বাধীনতা
লাখো মানুষের প্রাণ আর এক নদী রক্তের বিনিময়ে যে স্বাধীনতা
সেই স্বাধীনতাই আজ বার বার ধর্ষিত হচ্ছে স্বাধীন দেশে
যুদ্ধ যেন শেষ হয়না
আবার যাব মুক্তি যুদ্ধে।।।।।
বিষয়: বিবিধ
১০৮২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন