বিবিধ

লিখেছেন লিখেছেন পথিক আসলান ২২ মার্চ, ২০১৩, ০৯:৩৭:৩৫ রাত

৭ই ডিসেম্বর সকালবেলা, দুই ভাই রোজকার মত তাদের ওয়ার্কশপে কাজ করতে ঢুকল। একটি বিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান তাদের কিছু প্রোজেক্ট হাতে দিয়েছে। বহু সময় ধরে বহু নিরীক্ষণ ও পরীক্ষার পর আজ তারা চূড়ান্ত পরীক্ষণে প্রস্তুত। ভার্জিনিয়ার ছোট্ট একটি গ্রাম, গ্রামের মানুষের এই ছেলে দুটোকে নিয়ে কৌতুহলের শেষ নেই। কে জানতো এই দুই ভাই চুপিসারে মানুষের এক আজন্ম লালিত স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাচ্ছিল!দুইজনের মধ্যে অরভি...ল একটু বেশিই সাহসী, কারন এর আগে এমন পরীক্ষা চালিয়েছেন এমন মানুষের সংখ্যা কম নয়। চেষ্টা করেছেন সময়ের খ্যাতিমান প্রকৌশলী ও প্রযুক্তিবিদরা । সবাই অসফল হয়েছেন।অনেকে মারাও গিয়েছেন বা আহত হয়েছেন ভয়ানকভাবে। সময়টা ১৯০৩, এই দুইভাই সফলভাবে মানুষের পাখি হবার বাসনা কে বাস্তবে রুপ দান করলেন। কিন্তু এটা ছিল তাদের ব্যাক্তিগত সফল পরীক্ষা । তাদের কাজের সফলতার প্রমান স্বরূপ ১৯০৭ সালে প্রায় ঘণ্টাব্যাপী তাদের উড্ডয়ন চলল। উড্ডয়নের ছবি তুললেন। অরভিলের এক সাক্ষাতকারে তিনি বলেছিলেন " অনেকেই আমাদের সাফল্য গ্রহনে প্রস্তুত ছিলোনা, কিন্তু যারা নিন্দুক তাদের বলতে চাই আমরা পৃথিবীর এই রুক্ষ বন্ধন ছেড়ে পাখির সাথে বন্ধুত্ব করতে সক্ষম হয়েছি।" ফ্রান্সে তখন ইঞ্জিন তৈরিতে প্রায় বিপ্লব শুরু হয়েছে। এই সময়ে এক ফরাসি প্রকৌশলী লুইস ব্লেরিওত নিজের তৈরি বিমানে ইংলিশ চ্যানেল পাড়ি দেন। ১৯১২ সাল, রাদুল মিল্কভ নামের পাইলট মানব ইতিহাসে প্রথম বোমা বর্ষণ করে প্রথম বলশেভিক যুদ্ধে! প্রযুক্তির উন্নয়নের এই সময়ে আমাদের আছে B-2 নামের ভয়ানক বিমান আছে যা শুধু রাডারকেই ফাঁকি দেয়না ,কোন বিমানবিধ্বংসী কামানের range ও অতবেশি নয় যে একে ধ্বংস করতে পারবে। আমাদের রয়েছে শব্দের চেয়েও বেশি গতির বিমান।আজ মানুষের জ্ঞান শত সহস্র আলোক বর্ষ পর্যন্ত ছাড়িয়ে গেছে।আজ আমরা এই জ্ঞান সকলের সাথে বাটতে চাই না। নতুন জ্ঞান সব মানুষের হাতে নেই। আসলে এই সময়ে মনে হয় এসবের উদ্দেশ্য হচ্ছে দেখো তুমি আমার চেয়ে কতো নিচে ।বৃথা মানব মেধা ও পরিশ্রম!

বিষয়: বিবিধ

১২১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File