।।।জাগো ধরার মুসলমান!!!।।।

লিখেছেন লিখেছেন কবি বাঁধনহারা ২২ মার্চ, ২০১৩, ০৯:২৮:৫১ রাত



জাগো ধরার মুসলমান,সময় যে আর নাই..

কবে তোমরা ভাসাবে তরী জলভরা দরিয়ায়?

সকল দেশের তরী দেখো ভেসে যাচ্ছে কিনারায়

তোমরা আজ ঘুমিয়ে আছ কোন অজানা নেশায়?

কখন রাত শেষ হয়েছে:এসেছে শুভ্র সকাল

আলেয়ার পিছে ছুটে ছুটে হয়েছ কেন মাতাল?

তোমাদের পানে চেয়ে আছে দুখে-ভারাক্রান্ত জাতি

তাদের কথা ভুলে তোমরা কোন সুখে আছ মাতি?

দেখো:ইসলামের নাকাড়া উড়ে না আর আকাশে

কালেমার ঐশী বাণী আর শোনা যায় না বাতাসে!

ওরে ধরার মুসলমান,তোমরা কেন নীরব?

আজ কোথায় হারিয়ে গেছে তোমাদের সে গৌরব?

হাতে ধরো হাদিস-কো’রান,দাও মুক্তির আযান

আজ তোমরা করো প্রমাণ তোমারা মুসলমান।

জাগো ধরার মুসলমান:হাতে নাও কৃপাণ

আজ ইসলামকে বাঁচাতে জীবন করো দান।

বিষয়: বিবিধ

২৪৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File