একটি চন্দ্র রাত ও কিছু ভাবনা ....
লিখেছেন লিখেছেন রাইয়ান ১৫ এপ্রিল, ২০১৪, ০৬:১৫:৫২ সন্ধ্যা
একটু আগেই শেষ হয়ে গেল রক্তবর্ণ চন্দ্রগ্রহণ !
আমাদের এখানে মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকায় মোটামুটি নির্বিঘ্নেই দেখতে পেয়েছি । এই মুহুর্তে , যখন এ লেখাটি লিখছি , তখন দুধ ধোয়া সাদা জোছনায় ভেসে যাচ্ছে পৃথিবী , বিশ্বচরাচর । ভরা জোছনার প্রতি অন্য অনেকের মতই আমারও প্রবল আকর্ষণ । হাতের কাজগুলো সেরে নিয়ে ঘরের পেছনের বাগানে গিয়ে দাঁড়ালাম । মুগ্ধ হৃদয়ে আকন্ঠ পান করলাম পূর্ণ চাঁদের পেয়ালাভরা মদিরা । এ ক্ষণ এমনই এক অনুভুতির জন্ম দেয় , কেবলি মনে হতে থাকে অসীম এক শুন্যতার মুখোমুখি দাঁড়িয়ে আমি ! পেছনের সমস্ত পিছুটানগুলো অর্থহীন মনে হতে থাকে .... স্তব্ধ , মৌন পৃথিবীতে যেন কেবল আমারই বসবাস , নি:সঙ্গতাই যেন চিরটাকাল ধরে আমার একমাত্র সঙ্গী !
সব কিছুই আছে । সুখ দু:খ , হাসি গান , প্রিয়জনের ভালবাসা প্রতি মুহুর্তেই আবর্তিত হচ্ছে আমাদের ঘিরে । তার মাঝখান থেকেই যেন কেউ একজন অচেনা সত্ত্বা সর্বদা আমাদেরকে সতর্ক করে সময়ের ব্যাপারে । যে জীবন , যে সময় পেরিয়ে এসেছি ... হিসাব কি রেখেছি তার ? কেউ যেন অলক্ষ্যে চালু করে দিয়েছে একটি স্টপওয়াচ .... সময় পেরিয়ে যাচ্ছে দ্রুত , এরই মাঝে শেষ করতে হবে নির্ধারিত কাজ । পালন করতে হবে দায়িত্ব , আদায় করতে হবে অধিকারগুলো .... সময় যে বড় কম !
চাঁদের বুকের গ্রহণ আর আমাদের ক্ষয়ে যাওয়া জীবনের মাঝে যে কত অলৌকিক মিল ! মহান স্রষ্টা তাইতো প্রকৃতির মাঝেই লুকিয়ে রেখেছেন জীবনের আলেখ্য । আমরা কজনে সেই নিদর্শন খুঁজে বেড়াই ? কজন চিন্তা করি ? জীবন থেকে কেবলি পাবার চিন্তা নয় , কিছু উত্সর্গ করেও পাওয়া যায় অনেক কিছু , যা চর্মচক্ষে অদৃশ্য , কিন্তু মর্মে উপলব্ধিযোগ্য ।
পরম করুনাময় মহান রাব্বুল আলামিন আমাদের চিন্তার ক্ষেত্রকে প্রশস্ত করে দিন । আমাদের নফসকে পরিশুদ্ধি দান করুন । ভালো এবং মন্দের পার্থক্যকে পূর্ণাঙ্গরূপে বোঝার ও মেনে চলার তাওফিক দিন । রবের একনিষ্ঠ বান্দা হিসেবে আমাদের কবুল করে নিন এবং আজীবন রবের ক্ষমা ও সন্তুষ্টির পথেই আমাদেরকে পরিচালিত করে নিন ।
বিষয়: বিবিধ
২৪৯৯ বার পঠিত, ৪২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লেখনীর জন্য ধন্যবাদ।
মানুষের আয়ু আর বরফের মাঝে একটা মিল আছে। বরফ জেমন খনে খনে হলে যায় মানুষের আয়ু তেমনি কমে যায়। আমি যে লিখছি এই সময়টা আর ফিরবে না।
অনেক সুন্দর করে লিখেছেন আপুনি। জাযাকিল্লাহ।
আমীন।
g‡a¨ †h GK gnv RvMwZK NUbv Zv Avgiv wbZ¨ w`b †`wL e‡j GUv‡K LyeB GKUv mvaviY welq e‡j g‡b nq | wKšতু †Zvgvi gZ Cgvbx `„wó w`‡q Abyaveb Ki‡j mwZ¨B gyL †_‡K †ei n‡Z _vK‡e - myenvb আল্লvn! myenvb Avjলvn!! wjLvUvi Rb¨ †`vqv iBj|
এক মহা জাগতিক ঘটনা নিত্যদিন ঘটছে তা আমরা অবিরত দেখছি বলে এটাকে খুবই একটা সাধারণ বিষয় বলেই মনে হয়। কিন্তু তোমার মত ঈমানী দৃষ্টিতে দেখলে সত্যি মুখ থেকে অনবরত বের হতে থাকবে- সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!! লিখাটার জন্য দোয়া রইল।
রব্বানা মা খালাকতা হাযা বাত্বিলান..... আমীন , সুম্মা আমীন ।
যাইহোক, আপনার উপলব্ধি সবার মাঝে ছড়িয়ে পড়ুক সুন্দর হস্তে গোছানো এই লেখার মাধ্যমে । শুভকামনা...
হঠাত এসে যাওয়া কিছু ব্যস্ততার জন্য উত্তর দিতে দেরী হলো ভাইয়া .... ক্ষমাপ্রার্থী ....
তবে এই নামে নয় "ফাতিমা" নিক নিয়ে...
ব্লগ বাড়ি চেন্জ করার আইডিয়াটা পেলাম রোজারু আপিদের কাছ থেকে... এখন থেকে আমরা দুইজন একই ব্লগ বাড়িতে...
বিলম্ব জবাবের জন্য খুবই দু:খিত , আপুনি !
এত বড় বিরতী এর কারন যাই হোক না কেনো নতুন লিখনী নিয়ে আসুন।
ধন্যবাদ আপু।
বিলম্ব জবাবের জন্য অনেক অনেক লজ্জিত , ভাইয়া !
আর অন্যখানে জ্যান্ত আছেন?
নতুন লিখা না আসলে কিন্তু অপারেশন হারিকেন হবে।
হারিকেনটা কই গেলোরে?
শুকরিয়া , প্রিয় আওণ মনি !
ধন্যবাদ আপা
মন্তব্য করতে লগইন করুন