কেটে গেল একটি বছর !
লিখেছেন লিখেছেন রাইয়ান ১০ মার্চ, ২০১৪, ০৬:৩৫:১৬ সকাল
কেমন করে যে একটি বছর পার হয়ে গেল !
মনে পড়ে এইতো সেদিন ! নভেম্বরে দেশে গিয়েছি। দেখলাম , ছোট ভাইটি দুটি ব্লগ পড়ছে .... একটি সামহয়্যার অন্যটি সোনার বাংলা। আমার তো এমনিতেই বই পড়ার নেশা , তার ওপর পেয়ে গেলাম ব্লগের খোঁজ , যেখানে প্রায় প্রতি মিনিটেই কিছু না কিছু নতুন পাবলিশ হচ্ছে ! প্রথমদিকে দুটোতেই সমানভাবে এন্ট্রি দিলেও একসময় এসবি ব্লগ অনেক বেশি ভালো লেগে যায় এর পরিচ্ছন্ন , সুরুচিপূর্ণ ও অশ্লীলতামুক্ত পরিবেশ এর কারণে। লেখাগুলি থাকত বেশির ভাগই ইসলামী মূল্যবোধ সম্পন্ন , আর কমেন্ট গুলো শুভেচ্ছা ও উত্সাহ উদ্দীপনায় ভরপুর !
নিজ বাসায় ফিরে একদিন এসবি ব্লগে রেজিস্ট্রেশন করে ফেললাম , একসময় মন্তব্য করার ও অনুমতি মিলে গেল। তাতেই আমি মহাখুশি। আমি নিজে লিখতে পারিনা , কিন্তু মন ভরে মন্তব্য করতাম। অবাক হয়ে অন্যদের দারুন সুন্দর সব লেখা পড়তাম আর ভাবতাম , এমন করে যদি আমিও লিখতে পারতাম ! একসময় প্রথম পাতায় লেখা প্রকাশিত হবার নোটিশ ও পেলাম। কিন্তু হায় ! লিখব কি , আমি তো মনের মাধুরী মিশিয়ে কিছু লিখতেই জানিনা ! যাই হোক , টুকটাক যা কিছু লিখতাম , আমার স্বামী তাতেই আমাকে খুব উত্সাহ দিতেন।
এসবি ব্লগে আমি তিন মাসের মত থাকতে পেরেছিলাম। এরপর শুরু হলো শাহবাগী আন্দোলন। কয়েকদিন পর একদিন দেখি এসবি ব্লগে আর ঢুকতে পারছিনা , বন্ধ হয়ে গেল সেটি। এত কষ্ট লেগেছিল সেদিন ! প্রতিদিন চেষ্টা করতাম ব্লগে ঢুকতে .... আমার প্রচেষ্টা দেখে আমার কর্তা ও চেষ্টা করতেন ... কিন্তু হায় !
গত বছরের মার্চের প্রথম সপ্তাহে আমার স্বামীর কাছেই টুডে ব্লগের কথা জানলাম। তিনি বললেন , এই ব্লগটিতে লগ ইন করে দেখতে পারো। হয়ত তোমার পছন্দ হবে। ব্লগে ঢুকতেই মন ভালো হয়ে গেল। পুরনো ব্লগাররা অনেকেই তাদের আগের নিক নিয়েই এই ব্লগে আছেন , লিখছেন , তাই সহজেই তাদেরকে চিনতে পারলাম। শুরু হলো আমার ও নতুন করে পথ চলা .....
একটি বছর পার হয়ে দ্বিতীয় বছরের শুরু ... এরই মাঝে পৃথিবী সুর্যের চারপাশে ঘুরে এসেছে একবার। মহাকাশে যেমন জন্ম হয়েছে অগণিত নতুন নক্ষত্রের , তেমনি ধ্বংস ও হয়েছে অগুনতি ! আমরাও পেরিয়ে এলাম জীবনের পথে একটি বছর , কত মূল্যবান কিছু সময় ! এই সময়টুকুতে টুডে ব্লগে এমন কিছু ভাই বোন পেয়েছি , যারা সত্যি নক্ষত্রের মতই। নিজেরা তো আলোকিত ই , অন্যকেও তাদের রশ্মিতে করেন আলোকিত। তাদের লেখা থেকে শিখেছি অনেক কিছু , যা জীবন চলার পথে হয়ে থাকবে মূল্যবান পাথেয় স্বরূপ। তাদেরকে আল্লাহ উত্তম বিনিময়ে ভূষিত করুন দুই জীবনেই !
সবশেষে , সবার জন্য আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা ! ভালো থাকুন সবাই , এগিয়ে চলুন আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির পথে .....
বিষয়: বিবিধ
১৫৪৫ বার পঠিত, ৫২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রাইয়ান আপুমনিকে।
একটি প্রশ্নঃ
আচ্ছা যারা খুউব সুন্দর লিখেন তারা এমন কেনো বলেন আমি লিখতে পারিনা?
আমি দুইটি ব্লগের প্রতি আকৃষ্ট হই ঃ
১, টুডে
২, শব্দনীড়
কিন্তু টুডে ব্লগের ব্লগারদের মাঝে এমন মায়ার বন্ধন আমি আর কোথাও দেখিনি।
আবারো অভিনন্দন আপু।
খুবই সত্য কথা বলেছে। দোয়া করবেন সকলের জন্য। যাযাকাল্লাহু খাইরান।
আর আপনার লেখার প্রশংসা করার যোগ্যতা এখনো আমার হয়নি। তাই চুপচাপ পড়ে যাই।
মাথা ঠান্ডা করো হারিকেন.....
আরো অনেক বছর যেন আমরা এক থাকতেপারি এই ব্লগে সেই দোয়া করছি।
লাইট হাউজ২৪ এ একাউন্ট খুলতে পারেন।
মোবাইল নাম্বার দিতে বলে
আমি লাইট হাউসে আসিতেছি.......
একটা ছিলো হারিকেন বিলাই
ঠিক হয়না তাই হাতুড়ি পিটাই
হারিকাপু হারিকাপু করোনাকো ভুল
ভুল না করিলে দেবো কিনে কানের দুল।
রাহিকাপু চিন্তায় মরে কান্না করে করে
কবে যে আসবে সঙ্গী, নিবে আপন করে
শোন বন্ধু! বন্ধ করো দড়ফড়ানি তোমার
আসবে তোমার জ্বীবন সাথী দেরী কর্বেনা আর
@রাহ'বার
অনেক অবদান আপনাদের! বর্ষপূর্তিতে অভিনন্দন... জীবন পথে আরো সৌন্দর্য্য, আরো উৎকর্ষতা, আরো সাফল্য, আরো সমৃদ্ধির আন্তরিক শুভকামনা রইলো...
অনেক অনেক শুভেচ্ছা ও ভালবাসা আপুনি !
দেখতে দেখতে দেখছি লিখায় আমাদেরকেও পিছনে ফেলে দিয়েছেন। আল্লাহ মেহেরবান।
মন্তব্য করতে লগইন করুন