সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা
লিখেছেন লিখেছেন রাইয়ান ০৪ মার্চ, ২০১৪, ০৬:৪৬:২৪ সকাল
উইক এন্ডে চলে গিয়েছিলাম লং ড্রাইভে ক্যানবেরায়। শনি রবি দুইদিন তাই কম্পিউটারে বসা হয়নি , ঢোকা হয়নি ব্লগেও। রবিবার রাতে বাসায় ফিরে বাচ্চাদের খাইয়ে , ঘুম পাড়িয়ে , ঘরের নিত্যকার টুকিটাকি কাজ সেরে যখন ব্লগে ঢুকলাম , নিজের চোখ দুটোকেই বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল আমার ! ' বিয়ের গল্প ' প্রতিযোগিতায় সেরা তিনটি গল্পে স্থান পেয়েছে আমার লেখা গল্পটি ! ছাত্রী জীবনে সঙ্গীতসহ সাংস্কৃতিক অঙ্গনের মোটামুটি সব পর্যায়ে পুরস্কার পাওয়ার অভিজ্ঞতা থাকলেও লেখনীতে এ ধরনের প্রাপ্তি এটাই প্রথম। এ যেন কল্পনারও অতীত কিছু , স্বপ্নের ও বাইরে থাকা অকল্পনীয় , অধরা কিছু যেন প্রখর এক বাস্তব হয়ে ধরা দিল আমার হাতে , অবিশ্বাস্য লাগছিল সব কিছুই !
পরম করুনাময় রবের শুকরিয়া জানিয়ে লেখাটিতে ঢুকেই প্রথমে চোখ পড়ল ' প্যারিস থেকে আমি ' ভাইয়ার অভিনন্দন বার্তা। এরপর আরো কয়েকজন প্রিয় ব্লগারের অভিনন্দন ই যেন বাস্তবে ফিরিয়ে আনলো আমায়। কর্তাকে আমার এ প্রাপ্তির খবর জানাতেই তিনি তার স্বভাবসুলভ অকৃত্রিম হাসিটি দিয়ে আমাকে অভিনন্দিত করলেন। ব্লগে আমার ছিঁটে ফোঁটা যা কিছু লেখা হয়েছে , তার অন্যতম প্রধান এক উত্সাহদাতা ও সমালোচক তিনি।
পরদিন আব্বু আম্মু উচ্ছাস ভরা কন্ঠে শুভেচ্ছা জানালেন আমায়। আমার লেখার সবচেয়ে বড় উত্সাহদাতা এই দুজন ব্লগে আমার কোনো লেখা পাবলিশ হলেই অত্যন্ত আনন্দ ও উত্সাহের সাথে পড়ে নেন , ব্যক্ত করেন তাদের আন্তরিক ভালোলাগা , তাগিদ দেন আরো বেশি করে লেখার। তারাই আমার প্রেরণা , আমার জন্য অফুরান এক দোয়ার ভান্ডার। পরম করুনাময় আল্লাহর কাছে সবসময় তাদের সুস্বাস্থ্য ও হায়াতে তাইয়েবা চেয়ে যাচ্ছি , চেয়ে যাচ্ছি দুনিয়া ও আখিরাতে তাদের জন্য সর্বোচ্চ ও সর্বোত্তম পুরস্কার আল্লাহর সন্তুষ্টি ও জান্নাতুল ফিরদাউস !
আর আমার অত্যন্ত প্রিয় সহব্লগার ভাই বোনদের কথা আর কি লিখব , যা ই লিখিনা কেন , অব্যক্ত রয়ে যাবে এর চেয়েও অনেক বেশি কিছু। আমার আনাড়ি হাতের প্রতিটি লেখাই তারা সবাই আগ্রহ নিয়ে পড়েন , অত্যন্ত উত্সাহব্যাঞ্জক মন্তব্য করেন। প্রতিযোগিতার যে গল্পটি আমাকে মধুর ও আশাতীত এই সন্মান এনে দিয়েছে , সেই গল্পটি পড়ে আমার ব্লগার ভাই বোনেরা এত্ত এত্ত সুন্দর ও প্রানঢালা মন্তব্য করেছেন , যা আমার হৃদয়কে আর্দ্র করে তুলেছে বার বার। প্রতিবার ই অন্যরকম এক ভালোলাগায় আপ্লুত হয়েছি আমি। তাদের সবার জন্য পরম করুনাময় আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতে সর্বোত্তম বিনিময় প্রদানের প্রার্থনা জানিয়ে যাচ্ছি সর্বক্ষণ।
কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই ব্লগ কর্তৃপক্ষ ও মডারেশন টিমের প্রতিও। তারা আমার গল্পটি পড়ে একে বিজয়ী বলে রায় দিয়েছেন , এটি নি:সন্দেহে আমার জন্য একটি বিশাল প্রাপ্তি। এই প্রাপ্তি আরো ভালো কিছু লেখার ব্যাপারে আমার দায়িত্ববোধকে বাড়িয়ে দিয়েছে বহুগুন। ইনশাআল্লাহ , সত্য ও ন্যায়ের পথে আমার লেখার চেষ্টা অব্যাহত থাকবে সবসময়।
আবারও ধন্যবাদ ও শুভেচ্ছা সব ব্লগার ভাই বোনদের প্রতি। এই ব্লগটি সত্য ও ন্যায়ের পথে অটল অবিচল থাকুক সবসময় , সত্য ও ন্যায়ের ঝান্ডা উড়িয়ে নির্ভিক চিত্তে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে চলুক সামনের দিকে অবিরাম .....
হৃদি ব্লগিং সবার জন্য
বিষয়: বিবিধ
২২৯৪ বার পঠিত, ৪১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রাইয়ান আপুকে।
আপনার বাড়িতে আমার মিস্টি খাওয়ার দাওয়াত রইলো আপু।
আপনার শব্দবুনন অনেক শক্তিশালী ।
শুকরিয়া শুভকামনা ।
শুকরিয়া আপনাকেও , সর্বদা সুন্দর সুন্দর মন্তব্য দিয়ে উজ্জীবিত রাখার জন্য !
অনেক ধন্যবাদ আপনাকেও ...
আমি খুব খুশি...
একদম সত্যি কথা ভাইয়া , শুকরিয়া সতত ....
ব্লগের সব্বাই অন্নেক খুশি হতাম।
ভাবি চাই ভাবি চাই
একদফা একদাবি
ভাবি কবে নিবি (নিবেন)
ভালো থাকুন আপু, শুকরিয়া অগণন !
অভিনন্দন আপু
মন্তব্য করতে লগইন করুন