চোখের আলোয় দেখেছিলেম ....
লিখেছেন লিখেছেন রাইয়ান ১১ জানুয়ারি, ২০১৪, ০২:১৬:০৯ দুপুর
কনে দেখা আলোয় আমি তাকে প্রথম দেখেছিলাম !
সেদিনটি পুরোটিই ছিল একটি মেঘলা দিন । এমনকি দুপুরের দিকে ঝির ঝির বৃষ্টিও হয়েছিল খানিকটা । কিন্তু শেষ বিকেলে কেটে গেল সব মেঘ । ডুবতে থাকা সূর্যটাও কি মনে করে যেন তার মিষ্টি কিরণচ্ছটার খানিকটা ছড়িয়ে দিয়ে গেল পৃথিবীময় ! সে আলোর কিছুটা ঢুকে গেল আমার চোখে , এরপর মুগ্ধতা ছড়ালো হৃদয়ে !
দরজার পর্দাটা সামান্য সরিয়ে ভীরু কম্পিত পায়ে সে এসে বসলো আমার সামনে রাখা তার জন্য নির্দিষ্ট আসনটিতে । হিজাব ঢাকা তার সর্বাঙ্গ , শুধু স্বভাবত প্রকাশমান অংশটুকু ছাড়া । তার দিকে তাকিয়েই আমার মনে পড়ল বিখ্যাত লাইনদুটো :
তোমার চোখে দেখেছিলেম আমার সর্বনাশ ! "
আমি কিন্তু তার চোখে আমার সর্বনাশের ছিঁটেফোঁটাও দেখিনি । আমি দেখেছিলাম প্রবল আলোকচ্ছটা তার চোখে , যার আলোক্প্রভায় আমার সুদূর ভবিষ্যতের অনেকখানিই স্পষ্ট ও পরিষ্কার হয়ে ধরা দিয়েছিল আমার চোখে । তার চোখে সামান্য কাজল ছাড়া ওই মুখে আর কোনো প্রসাধনীর ছাপ ছিলনা । কিন্তু ওই কাজল পরানো সদা অবনত চোখ জোড়া দেখতে আমি রীতিমত মরিয়া হয়ে উঠেছিলাম । তাকে আমার সাথে সহজ করে তুলতে ছোট্ট ছোট্ট প্রসঙ্গের অবতারণা করছিলাম , আলোচনায় তার স্বতস্ফূর্ত অংশগ্রহন আশা করছিলাম প্রবলভাবে । সহসাই একবার কি একটি কথার উত্তর দিতে একটিবার চোখ তুলে সে তাকিয়েছিল আমার দিকে !
" কি হেরিলাম হৃদয় মেলে ! "
কিছুক্ষণের জন্য যেন কথা বন্ধ হয়ে গিয়েছিল আমার ! নিশ্বাস নিতেও যেন ভুলে গিয়েছিলাম আমি ! মনে হচ্ছিল যেন আমি কোনো রহস্যপুরীতে বন্দী হয়ে গেছি চিরতরে ! ফিরে যাবার কোনো পথ আর খোলা নেই , শুধু সামনে এগিয়ে যাবার পথটিই খোলা , কিন্তু সে পথ বড় রোমাঞ্চকর , শিহরণে ভরা ! আবার এমনও মনে হচ্ছিল , কোনো এক অজানা , অনাকাংখিত স্বপ্ন ভেঙ্গে এক্ষুনি জেগেছি আমি !
যদিও পরক্ষনেই চোখ নামিয়ে নিয়েছিল সে , কিন্তু ততক্ষণে মহান রব হয়ত চূড়ান্ত করে দিয়েছিলেন তার ফয়সালা আর আমার নিয়তি ! আমি আমার বুকের ভেতর টের পাচ্ছিলাম একশ ঘন্টার উথাল পাথাল ধ্বনি । ঢং ঢং করে বেজে চলেছে বিরামহীনভাবে । তবে কি এরই জন্য অপেক্ষা করে ছিলাম এতদিন ! এই কি সেই কাঙ্খিত মানসী , যাকে নিজের করে পাবার জন্য মহান রবের কাছে ধরনা দিয়েছি প্রতিনিয়ত ! এরই জন্য সযতনে বাঁচিয়ে রেখেছি নিজের প্রেম , মূল্যবোধ আর ভালোবাসাকে ! এর উত্তর খুঁজতে গিয়ে দেখি , অন্তরের প্রতিটি কোন থেকেই বেজে উঠতে লাগলো সমর্থনের সুর । মনে হচ্ছিল , তবে কি জীবন আমার পূর্ণতা পেতে যাচ্ছে এতদিনে ! আমি কি তবে পেতে যাচ্ছি তাকে ! পাওয়া হবে তো আমার .....!
************************
অনেক ঘটনা ঘটে গিয়েছে এরই মাঝে । পাওয়া আর না পাওয়ার এক অদ্ভুত দোলাচলে ডুবেছি আর ভেসে উঠেছি প্রতিনিয়ত । কত রাত যে কাটিয়েছি নির্ঘুম ! কত দিনকে যে বিলীন করে দিয়েছি রাতের অন্ধকারের ভাঁজে ! কেইবা তার খোঁজ রেখেছে ? ক্ষতবিক্ষত হয়েছি আমি ..... প্রতিনিয়ত ......। কেউ ছিলনা পাশে সহমর্মী বন্ধুর মত স্বান্তনার প্রলেপ বোলাবার জন্য । কতবার যে চোখ দুটি তৃষ্ণার্ত হয়েছিল অন্তত একটি বার ওই কাজল পরানো চোখ দুটি দেখবার আশায় ! কতবার যে হৃদয় শুকিয়ে চৌচির হয়ে গিয়েছিল তার স্নিগ্ধ মধুর কন্ঠ শোনার বাসনায় ! কিন্তু কিছুই পাইনি আমি । কোথায় আর সে অধিকার আমার ! একটি জায়গাই শুধু পরম নির্ভরতার ..... আমার জন্য । তিনি আমার মহান প্রভু । তিনি নিশ্চয়ই ফেরাবেননা , হতাশ করবেননা আমাকে !
***************
বিয়ে বাড়ির কোলাহল স্তিমিত হয়ে এসেছে অনেকটাই ৷ মেহমানরা বিদায় নিচ্ছেন , ঘুমিয়ে পড়েছে বাচ্চারাও ৷ আমি বাইরের বারান্দায় এসে দাঁড়ালাম ৷ রাতের ঠান্ডা বাতাস টেনে নিলাম বুক ভরে ৷ আজ আমার অন্তর প্রশান্ত ৷ মহান রব আমাকে বঞ্চিত করেননি তার দয়া থেকে ৷ তিনি তাঁর সৃষ্টি .... এক অপূর্ব , অনিন্দ্য সুন্দর মানবীকে আমার জীবনের সাথে মিলিয়ে দিয়েছেন ৷ আকাশের দিকে তাকালাম , ভরা জোছনার রাত আজ ৷ মিষ্টি , স্নিগ্ধ , অপরূপ শুভ্র জোছনা তার মোহনীয় সৌন্দর্যের বন্যায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে প্রকৃতিকে ৷ আর আমি হৃদয় মন উজাড় করে প্রসন্নচিত্তে মহান স্রষ্টার প্রতি কৃতজ্ঞচিত্ত হলাম ৷
আমার সামনে বসে আছে আমার প্রতীক্ষিত নারী , আমার সাধনার ধন ৷ একরাশ ফুল ছড়ানো পালংকে ঘর আলো করে সে বসে আছে চুপটি করে , কারুকার্যময় সোনালী ওড়নায় প্রানপনে নিজেকে আড়াল করে ৷ আমি মুগ্ধ হয়ে চেয়ে রইলাম নির্নিমেষ ! মুখ স্তব্ধ আমার , হৃদয় উথালপাথাল কোনো এক সুখের ঝড়ে ! ' আমি কি পাইলাম ? আমি কি ইহাকে পাইলাম ? ' এ কি বাস্তব ? নাকি এখনই সুখের এই স্বপ্ন ভেঙ্গে জেগে উঠব আমি কঠিন কোনো বাস্তবতাকে সামনে নিয়ে !
******************
অবাক করা এক স্তব্ধতায় কাটতে লাগলো মুগ্ধ প্রহরগুলো ৷ পল পল বয়ে যেতে লাগলো সময় ..... জোছনার চাঁদ আরো খানিকটা পথ এগোলো তার কক্ষপথে , আর ধূলির ধরাতেই বেহেশতী বাগান রচনার সংকল্প নিয়ে যুগল জীবন শুরু করতে যাওয়া দুজন মানুষ , স্তব্ধতার ভেতর দিয়েই মালা গেঁথে যেতে লাগলো জমিয়ে রাখা হাজারও কথার ফুলঝুরি দিয়ে !
বিষয়: বিবিধ
৬৮২৫ বার পঠিত, ১১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জানিনা অনুমতি পাবো কিনা?
মন জুড়ানো ছবি।
আমি একটি লিখা তৈরি করেছি আলহামদুলিল্লাহ কিন্তু এত এত সুন্দর লিখনীর মাঝে দিতেও লজ্জাবোধ করছি।
অসংখ্য ধন্যবাদ আপুমনি।
নিয়মিত লেখা পাবো আশা করি।
শুভকামনা রইলো।
এত সুন্দর করে মন্তব্য করেছেন , আপনার আপুজ্বির মন ভরে গেল প্রিয় ভাইয়া !
কী চমৎকার শব্দের সম্ভার!
সত্যি ভীষণ ভালো হয়েছে।
আচ্ছা এটা কি আপনার 'তিনি' লিখে দিয়েছেন?
না.... কেন জানি মনে হলো নায়িকা আপনি নিজেই
অনেক অনেক শুকরিয়া প্রিয় আপুমনি !
( অনিচ্ছাকৃত ভুল মুদ্রণ আগের উত্তরে )
এই ব্লগের আপুরা পারেও! শব্দ নিয়ে নানা রকম কারসাজি! মাশাআল্লাহ
নিয়মিত লিখবেন আপু; আমি আবার গল্পের ভক্ত কিনা!
আর তাছাড়া , এই ব্লগে আপনি সহ অন্য ভাই বোনেরা এত্ত সুন্দর সব লেখা লেখেন যে আমি বিজয়ী হবার স্বপ্ন দেখতেও ভয় পাই।
অনেক ধন্যবাদ আপনাকে প্যারিস ভাইয়া !
ছিল মন তোমারই প্রতীক্ষা করি
যুগে যুগে দিন রাত্রি ধরি
কাঙ্খিত সাথী পেলে শব্দরা মনে হয় এভাবেই বের হয়.
এত সুন্দর করে বললেন কথাটি ....! আসলেই , কাঙ্খিত সাথী পেলে দিন রাতের প্রতিটি মুহূর্তই বাঙ্ময় হয়ে ওঠে , প্রতিটি শব্দ হয়ে ওঠে কাব্য !
অনেক ধন্যবাদ আপনাকে , প্রিয় বৃত্তের বাইরে !
অনেক ধন্যবাদ , আপুনি , মিষ্টি মন্তব্যটির জন্য !
অনেক অনেক শুকরিয়া আমার প্রিয় রেহনুমা আপুজ্বিকে , দোয়া করবেন আমাদের জন্য বেশি করে !
লেখাটির জন্য দীর্ঘ একটা ধন্যবাদ জানাচ্ছি--
হায় হায় ভুলে গেছি
আমিতো বিয়ে করেছি
মন ছুঁয়ে গেলো আপুনি
এটা তখনই মনে হয় যখন লেখাটা অতি মাত্রার সুন্দর হয়।
এরকমই একটি লেখা।
পুরুস্কারের ভাগিদার কিন্তু আমরাও, এক কাপ চা'য়ের আমন্ত্রন তো পেতেই পারি।নাকি???
অভিনন্দন আপু।
কি যে ভালো লাগলো ।
আলহামদুলিল্লাহ ।
অভিনন্দন আপুজ্বি...
সেই সাথে আভিনন্দন শুভে্ছ্ছা ও দোয়া রইল।
আচ্ছা আপু মনে হচ্ছে আপনার এই কথার মালা ভাইয়ার থেকে ধার করা। ইজ ইট?
আর এই কথার মালা ভাইয়ার থেকে ধার করা ? ..... উহ্হু .... মোটেও না ! তিনি তথ্য ও প্রযুক্তি ও পদার্থ বিজ্ঞানের সুকঠিন নিষ্পেষণে সাহিত্য ও কাব্যকে শুকিয়ে চৌচির করে ছেড়েছেন বহু আগেই ....
অনেক ধন্যবাদ ভাইয়া , সুন্দর মন্তব্যের জন্য !
আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া , বোনটিকে এত্ত সুন্দর মন্তব্য দিয়ে উত্সাহিত করার জন্য , আপনাদের দোয়া ও সমর্থন চাই সবসময় ....
আমার এই লেখাটিতে ঢুকিনি অনেক দিন ... আপনার এত্ত সুন্দর মন্তব্য , ভালোলাগার অসাধারণ প্রকাশ আমাকে মুগ্ধ করে রেখেছিল অনেকটা সময় ! সময় নিয়ে বসে সুন্দর একটি উত্তর দেবার অবসর খুঁজছিলাম মনে মনে, কিন্তু ... ওই যে ! জীবন মাঝে মাঝে একগুচ্ছ অনাকাঙ্খিত ব্যস্ততার প্লাবনেও ভাসিয়ে নিয়ে যায় মানুষকে ! তেমনি কিছু ব্যস্ততায় ভেসে গিয়ে ব্লগেও বসা হয়নি তেমন ....
আমার লেখা আপনাকে মুগ্ধ করেছে , এটি আমার পরম অর্জন , প্রিয় ভাইয়া ! আপনার জন্য অসংখ্য , অজস্র শুভকামনা রইলো ।
মন্তব্য করতে লগইন করুন