বৃষ্টি ভেজা অঙ্গন আমার....
লিখেছেন লিখেছেন রাইয়ান ১২ জুন, ২০১৩, ০৭:২৩:৫৯ সকাল
কাল সারারাত ধরে বৃষ্টি হয়েছে ,
কখনো রিমঝিম, কখনো টিপটিপ ......
মাঝ রাতে ঘুম ভেঙ্গে ইচ্ছে করেই কান পেতে পেতে বৃষ্টির শব্দ
শুনেছি । আকুল হয়েছে হৃদয়, উদাস হয়েছে মন ...... এ এমনই এক ক্ষণ , যখন প্রাপ্তিগুলোর আনন্দকে ছাপিয়ে অপ্রাপ্তির বেদনার বোধগুলোই মূর্ত হয়ে উঠতে চায় ।
বাসার পাশেই প্রচুর গাছ আর নাম না জানা অসংখ্য পাখিদের বাস সেখানে । প্রতিটি সকাল শুরু হয় পাখিদের গান শুনে শুনে । কিন্তু আজ সকাল হয়েছে নিরবেই ।
আকাশে ঘনঘোর মেঘের ভার ।
ছোট্ট আঙ্গিনা আমার বৃষ্টি মুখর ।
বাইরে গিয়ে দেখি আমার গোলাপ গুলো বৃষ্টিকনার হীরের গয়না পরে রূপে সৌন্দর্যে ঝলমল করছে পারস্যের অবগুন্ঠিত রাজকুমারীদের মত ......
বৃষ্টির রূপই এমন ..... ঠিক যেন নারীর মত.....নিজে মুগ্ধতা, অলৌকিকতা , নিবিড় শান্তির আধার .... আবার এরই পরশে কঠিন ধরা নিমেষে কোমলতা , সজীবতা ও পরিপূর্ণ প্রানপ্রাচুর্যের স্বর্গভূমি হয়ে ওঠে ।
মোহময় এ বৃষ্টি ছুঁয়ে যাক প্রতিটি পাঠক হৃদয় , প্রকৃতির মত সজীব হোক অন্তর , মানসগুলি হোক কলুষতামুক্ত , ভালোলাগা ও ভালবাসা ঢেউ খেলে যাক প্রতিটি প্রাণে .........
এস নীপবনে ছায়াবিথী তলে
এস কর স্নান নবধারা জলে ।।
বিষয়: বিবিধ
৫৩৮২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন