নিশ্চিতভাবে বিজয় মুমিনেরই ...
লিখেছেন লিখেছেন রাইয়ান ২১ মে, ২০১৩, ০৭:২৩:২২ সকাল
প্রিয় ভাই আমার , নির্বাচিত হওয়ার পর ওই সুকঠিন দায়িত্ব আর আল্লাহর জবাবদিহির ভয়ে আকুল হয়ে কেঁদেছিলে , আজ তোমার অত্যাচার জর্জরিত মুখটি প্রমান করে যে, আল্লাহর দরবারে তোমার ওই কান্না কবুল হয়েছিল !
আজকের শাহবাগ প্রজন্ম যখন বেলেল্লাপনার জোয়ারে ভাসিয়ে দিয়েছে নিজের অস্তিত্ব , তোমার নেতৃত্বে লক্ষ তরুণ তখন আল্লাহর দরবারে ফরিয়াদ রত , এতো তোমার শপথের সত্যতার ই প্রমান !
বিশেষ চেতনা ধারী তরুণ গোষ্ঠী রাতভর যখন ফেসবুকে নৈতিকতাহীন চেতনার আদান প্রদানে মশগুল .... তুমি তখন রিমান্ডের নামে ভয়াবহতম পৈশাচিকতার শিকার I তখন আমরা স্মরণ করি সুরা আনকাবুতের প্রথম কয়েকটি আয়াত . ' ....আর তাদেরকে পরীক্ষা করা হবেনা ? অথচ আমি তো তোমাদের পুর্ববর্তিদেরকেও পরীক্ষা করেছি I '... আমরা নিশ্চিত , আল্লাহ তোমার সত্যবাদিতা পরীক্ষা করে নিশ্চিত হয়ে নিচ্ছেন I
তুমিতো জীবন্ত শহীদ ! জাগতিক কোনো চাওয়া পাওয়ার জন্য নয়, শুধুমাত্র ইসলামকে ভালোবেসে এমনভাবে তিলে তিলে জীবন দিতে কজন পারে ! তুমিতো কোটি মুসলিম তরুনের প্রাণে শাহাদাতের তামান্নার স্ফুলিঙ্গের জন্ম দিয়েছ , এমনি কোটি স্ফুলিঙ্গ এক সাথে যখন জ্বলে উঠবে তখন নাফরমান, বাতিল গোষ্ঠী এমনভাবে জ্বব্লে পুড়ে নি:শেষ হবে, যেমনভাবে বনে দাবানল লাগলে একটি তৃণ ও রেহাই পায়না I
তোমাকে নিযুত সালাম , সশ্রদ্ধ সালাম তোমার পিতা মাতাকেও যাদের কলিজার টুকরা আজ ইসলামের খিদমতে নিজের জীবন উত্সর্গ করে দিচ্ছে I যুগে যুগে তোমরা ছিলে , তোমরা আছ বলেই এতো প্রতিকুলতার ঝড়ো হাওয়ায় ও ইসলামের প্রদীপ্ত শিখাটি আজও জ্বাজল্যমান I
রাতের শেষভাগে আল্লাহ যখন অপেক্ষমান বান্দার আর্জি পূরণে , তখন আমরা জাগি তোমার হয়ে ... এক হাত দু হাত করে লক্ষ কোটি হাত উত্তোলিত হয় আল্লাহর দরবারে , অঝোর ধারায় ঝরতে থাকে মজলুমের অশ্রু , এ অশ্রু কবুল না করে কি করে পারবেন আল্লাহ ! কারণ মজলুমের দোয়া আর আল্লাহর কবুলিয়াতের মধ্যে কোনো পর্দাইত নেই !
আমরা হতাশ হবনা , ভেঙ্গেও পড়বনা , নিশ্চিতভাবে বিজয় আমাদেরই হবে ...যদি আমরা প্রকৃতই মুমিন হই I
ও আল্লাহ ! আমাদেরকে পরিপূর্ণ ভাবে ইসলামে অন্তর্ভুক্ত হওয়ার তাওফিক দাও I সত্যিকার ঈমানদারদেরকে চূড়ান্ত বিজয় দান কর , আর তাদের মধ্যে তুমি আমাকেও শামিল করে নাও I
বিষয়: বিবিধ
২৩০৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন