গ্রেট ওশান ড্রাইভ এ দুটি দিন ( ২ য় পর্ব )

লিখেছেন লিখেছেন রাইয়ান ১৭ এপ্রিল, ২০১৩, ০৮:১৭:৪৫ সকাল



শুরু হলো গোছগাছের পালা ।

এর ই ফাঁকে এই ' গ্রেট ওশান ড্রাইভ ' এর সাথে সংক্ষেপে একটু পরিচয় করিয়ে দেই ।



( লাল চিহ্নিত ভিক্টোরিয়া অঙ্গরাজ্য )



( ভিক্টোরিয়া এ গ্রেট ওশান ড্রাইভ এর সীমানা )

এই ড্রাইভ টি পৃথিবীর অন্যতম দীর্ঘ একটি রাস্তার নাম । এটি অস্ট্রেলিয়ার 'ভিক্টোরিয়া' অঙ্গরাজ্যে 'অস্ট্রেলিয়ার জাতীয় ঐতিহ্য' খ্যাত একটি স্থাপনা । এর দৈর্ঘ্য প্রায় ২৪৭ কিলোমিটার । এই রাস্তাটি অস্ট্রেলিয়ার দক্ষিন - পূর্ব সমুদ্র উপকূল ধরে ভিক্টোরিয়ার ' টোরকে' থেকে 'ওয়ার্নাম্বুল' পর্যন্ত বিস্তৃত ।



এটি মূলত প্রথম বিশ্ব যুদ্ধে অংশ নেয়া মৃত সৈনিকদের স্মৃতির প্রতি সন্মান জানানোর প্রয়াসে নির্মিত হয় । প্রথমে ১৮৮০ সালের দিকে এটি নির্মানের পরিকল্পনা নেয়া হলেও 'সার্ভে' র কাজ শুরু হয় ১৯১৮ সালের আগস্ট মাসে । আর বহু স্তরের নির্মান কাজ শেষ করে এই রুট টি অফিসিয়ালি সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয় ১৯৩২ সালের ২৬ শে নভেম্বর ।



( চলবে....)

বিষয়: বিবিধ

১৬২৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File