বিষন্ন প্রহরে ....
লিখেছেন লিখেছেন রাইয়ান ১৬ এপ্রিল, ২০১৩, ০৯:৩৫:৩৫ সকাল
কথা বলনা,
কতদিন শুনিনা মিষ্টি মধুর প্রেমের কথা !
আমার তো সময় নেই, সেমিনারে আজ অনেক কথা বলেছি ।
একটা ফোন তো করতে পারতে !
কাল কত রাত জেগেছি তোমার ফোনের অপেক্ষায় !
সময় হয়নি, রাতের অনেকটাই কেটেছে টেলি কনফারেন্স এ ।
একটা চিঠি কি লিখবে ?
সেই আগের মত, নীল খামে গোটা গোটা মুক্তার মত অক্ষরে ?
পাগল হয়েছ ? ই মেইল এর যুগে চিঠি ! জানো, কত মেইল আমাকে করতে হয় প্রতিদিন ?
চলনা , যাই দূরে কোথাও,
কোনো এক নদীর পাড়ে বসি একটুখানি, খোলা বাতাসে !
পরে কখনো । আমাকে বেরোতে হবে এখনি, অফিসিয়াল ট্যুর, সারা মাস ধরে....
একটুখানি ভালবাসা দাও আমায়,
কোন সাহসে বলব আমি ?
সে সময়টুকু কি হবে তোমার ?
আদৌ ........
বিষয়: বিবিধ
১৯৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন