গ্রেট ওশান ড্রাইভ এ দুটি দিন ...(১ নং পর্ব )

লিখেছেন লিখেছেন রাইয়ান ১০ এপ্রিল, ২০১৩, ০৬:৫৪:২৬ সকাল



ভীষণ ব্যস্ত তিনি । ইউনিভার্সিটিতে পড়ান । যেমন ব্যস্ত তিনি কর্ম ক্ষেত্রে শিক্ষক হিসেবে, তেমনি ব্যস্ত ইসলামের একজন নগন্য খিদমতগার হিসেবে সমাজে ইসলামের আলোকে বিকশিত করার কাজে । একটুও অবসর মেলেনা তার । না নিজের জন্য, না পরিবারের জন্য । সইতে সইতে একটু একটু করে আমিও খেপে উঠেছি । না, এবার শুধু পরিবারের জন্যই কয়েকটি দিন বরাদ্ধ চাই , দিতে হবে । কয়েকদিন জোরে সোরে দাবি দাওয়া পেশ করে করে এক সুন্দর অলস দুপুরে অফিস থেকেই তার ফোন পেলাম :

- শিগগির ব্যাগ কাপড় গোছাতে লেগে যাও । হোটেল এ বুকিং দিয়ে দিয়েছি ।

- কিসের জন্য হোটেল বুকিং দিয়েছ, যাব কোথায় ?

- আরে যখন যাব, তখন ই দেখবে । আরো দেখবে, তোমার পতিটি রোমান্টিকতায় ও কম যায়না !

- ইশ ! কি আমার রোমান্টিক পতি গজিয়েছে দেখো ! এতই যখন বিশ্বাস নিজের উপর , বলোতো, কালকে আমি চুল বেণীতে বেঁধেছিলাম, না খোঁপায় ?

- হ্যা, হ্যা, ওই তো ...কি যেন....ঠিক আছে ! কোনো ব্যাপার না ! ....আমরা মিনি হানিমুন সেরে ফিরে এলেই দেখবে তোমার চুলের স্টাইলের উপর দরকার হলে আবার নতুন করে থিসিস শুরু করে দেব...হা হা হা !

- ব্যস, হয়েছে....তোমাকে চিনতে আর বাকি আছে আমার ......!

জানলাম, আমার পতি টি অপূর্ব সুন্দর গ্রেট ওশান ড্রাইভ দেখাবার জন্য আর সেখানে প্রকৃতির মাধুর্য ও সুষমার মাঝে মিলেমিশে তিনটি দিন কাটাবার জন্যই সমুদ্রের পাড়ে চমত্কার একটি এপার্টমেন্ট বুকিং দিয়েছেন ।



ক্রমশ .......

বিষয়: বিবিধ

১৫৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File