“এ যেন মামা বাড়ীর আবদার।”
লিখেছেন লিখেছেন সহিদুল ইসলাম ৩১ মার্চ, ২০১৩, ০৯:২৭:৫৯ সকাল
“এ যেন মামা বাড়ীর আবদার।”
এতিম স্কুলের বরাদ্দ থেকে তিন কোটি টাকা ঘুষ দাবি সুরঞ্জিতের_ দৈনিক আমার দেশ
উপরের খবরের হেড লাইনে সুরঞ্জিত সেনগুপ্ত নিচের এই উক্তিটি করেনঃ
‘এত টাকা দিয়ে কি করবে, আমাকে তিন কোটি টাকা দিয়ে দাও। অন্যান্য স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে আমাকে যেতে হয়, তাদের অনুদান দিতে হয়।’
তথঃ http://www.amardeshonline.com/pages/details/2013/03/31/194523#.UVekvjcnzOk
এ যেন মামা বাড়ীর আবদার। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, বিষয়টি তদন্ত সাপেক্ষে যদি সত্য প্রমানিত হয় তাহলে সুরঞ্জিত সেনগুপ্তকে আওয়ামীলীগের রাজনীতি থেকে অব্যাহতি দিয়ে দেন। তার আর দলে থাকার অধিকার নেই।
আর মাহমুদুর রহমান সাহেব সেহেতু খবরটি প্রকাশ করেছেন সেহেতু আমি মনে করি আপনার নিকট এই ঘুষ কেলেঙ্কিরির কথোপনের হ্যাকিং করা রেকর্ড আছে। মাহমুদুর রহমান সাহেবকে বলব এই ঘুষ কেলেঙ্কিরির কথোপনের হ্যাকিং করা রেকর্ড জনগনের নিকট প্রকাশ করুন। যদি প্রকাশ করতে অপারগ হন তাহলে আপনার পরিচালিত সংবাদপত্রটি চিরদিনের জন্য বন্ধ করে দেন।
এ ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, বিষয়টি তদন্ত সাপেক্ষে মাহমুদুর রহমান সাহেব এর রিপোর্ট যদি মিথ্যা প্রমানিত হয় তাহলে তার পরিচালিত সংবাদপত্রটি চিরদিনের জন্য বন্ধ করে দেন। কারন মিথ্যা রিপোর্ট করে দেশে অশান্তি করার কোন অধিকার কারো নেই।
মোহাম্মাদ সহিদুল ইসলাম
বিষয়: বিবিধ
১১৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন