আপনাদের কাজ আপনারা করবেন হেফাজতের কাজ আল্লাহ্‌ করবে।

লিখেছেন লিখেছেন সহিদুল ইসলাম ০৫ এপ্রিল, ২০১৩, ০৮:০৪:১২ রাত

হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের উদ্দশ্য আমি বলব, আল্লাহর উপর ভরসা রেখে আপনাদের ইসলামিক কর্মসূচী পালন করুন। আপনাদের কাজ আপনারা করবেন হেফাজতের কাজ আল্লাহ্‌ করবে।

আপনাদের আমি মনে করিয়ে দিতে চাই ইলাস্টিকেরও (রাবার) একটা লম্বা হওয়ার একটা সীমা আছে, এর পরে টানলে এটি ছিরে যায়। নাস্তিক ব্লগারদের শাস্তির দাবি থেকে এখন এমন দাবি করেছেন যে, ০১ নং দাবী মানতে গেলে আহম্মদ শফি সাহেবকে ক্ষমতায় বসিয়ে শেখ হাসিনাকে বিদায় নিতে হবে। খালেদা আর এরশাদ মিলে ললিপপ চুষবে, আর অন্যরা ললিপপও পাবেনা তারা শুধু ললিপপ চুষা দেখবে।

আর একটি বিষয় বলতে চাই ইসলামে (হুমকি-ধমকি) বাড়াবাড়ির সুযোগ নাই। সীমা লঙ্ঘন কারীক যেই হোক না কেন, নিশ্চয় আল্লাহ্‌ সীমা লঙ্ঘন কারীকে পছন্দ করেন না।

আগামী এক ঘণ্টার মধ্যে যদি গাড়ির ব্যবস্থা না করে তাহলে সারাদেশ থেকে চট্টগ্রামকে অচল করে দেওয়া হবে। তথ্যঃ http://www.prothom-alo.com/detail/date/2013-04-05/news/342536

মনে রাখবেন রক্ত দিয়ে কেনা এই বাংলা, প্রতিটি নাগরিকের সমঅধিকার, বাংলার কোন স্থানকে বা বাংলাদেশকে আফগানিস্থান বানানোর মত কোন হুমকি দিবেন না। তাহলে যারা বাংলাদেশ বানিয়েছে যারা বাংলাদেশকে সমর্থন দিয়েছে তাদের সকলের সাথে বেইমানী করা হবে এবং এটা বাংলাদেশ তো বটেই বিশ্বের কেউ এটা মেনে নেবে না।

I would say to the leaders and workers of Hefajote Islam, Allah's trust in the Islamic activities please. The work you have custody of his will.

Which I remind you would like to Elastics (rubber) with a long of has a limit, after then pull it will be tear. First time claim punishment of unfaith bloggers. Now the first claim will be Implementation, then Prime Minister rank have need transfer to Ahammada Shafi and Sheikh Hasina have need to be go rssign.

Khaleda and Ershad chewing lollipop and others cannot be chewing lollipop, they just see.

The one more thing to say it there is no chance in Islam (the threat) blown out of proportion. Not anybody is in violation of the limits; surely, Allah does not like who is violation the limit.

You are saying that, if the vehicle is within one hour of the Chittagong from across the country will be out of date.

Info: http://www.prothom-alo.com/detail/date/2013-04-05/news/342536

Remember, this Bengali brought by blood, equal rights of every citizen. Never give threats that, Bangladesh will be Afghanistan. Bangladesh then made those who had the support of all of them, and it will be perfidious with them. Bangladesh in the forsooth not accept it and it will not accept all of the people of the world.

Sahidul Islam

বিষয়: বিবিধ

১০৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File