স্যালুট ঝরনা বেগমকে___
লিখেছেন লিখেছেন সহিদুল ইসলাম ০৪ এপ্রিল, ২০১৩, ১২:১৬:০৭ দুপুর
স্যালুট ঝরনা বেগমকে___
এত সব প্রশ্ন আর সিদ্ধান্তকে গলিয়ে দিল রক্তাক্ত পুলিশের জীবন বাঁচাতে জীবনের ঝুঁকি নেওয়া ঝরনা বেগমের মানবিক ‘অ্যাকশন’। কিভাবে তার প্রশংসা করব, কোন ভাবেই যেন তার প্রশংসা করে শেষ করার মত নয়। প্রশংসা করতে, স্যালুট জানাতেও ভয় ভয় লাগে কারণ সমাজের কাঠ-মোল্লারা (ইসলাম সম্পর্কে আবছা জ্ঞান যাদের) যদি জানেন এ কাজটি যিনি করেছেন, তিনি একজন বিউটি পারলারের কর্মী, তাহলে আবার ফতোয়া দেয় কি না যে, বেগানা একজন মহিলা একজন পুরুষকে ধরেছে এটা ঠিক হয় নি এবং এ কাজ যিনি করেছেন ও যারা সহযোগিতা করেছেন তাদের উভয়ের শাস্তি চাই।
এর পরও মুখে হাসি বুকে বল তেজে ভরা মন নিয়ে বলতে চাই___
উদয়ের পথে শুনি কার বাণী,
"ভয় নাই, ওরে ভয় নাই--
নিঃশেষে প্রাণ যে করিবে দান
ক্ষয় নাই তার ক্ষয় নাই।'
আমি সরকারের কাছে অনুরোধ করব, মানবিক এই মহৎ কাজটি করার জন্য ঝরনা বেগমকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করা হোক।
সহিদুল ইসলাম
বিষয়: বিবিধ
৯৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন