শাহজাহান চৌধুরীকে খুন করতে মরিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগ

লিখেছেন লিখেছেন মুহসিন আব্দুল্লাহ ২৪ মার্চ, ২০১৩, ১১:২৯:০৪ সকাল

গতকাল শহীদ মুন্নার জানাজা পড়তে গিয়ে খুব অস্থির লাগছিলো । শহীদ মুন্না জনদরদী নেতা শাহজাহান চৌধুরীর ভাগ্নে । চট্টগ্রামের সিনিয়র দায়িত্বশীলদের মধ্যে যে দুজন আমার সবচেয়ে বেশি প্রিয় তাঁরা হলেন শাহজাহান চৌধুরী এবং অধ্যাপক মফিজুর রহমান । এই দুজন মানুষ বাঘের মত গর্জন করতে জানেন । তাঁদের বক্তব্য শুনে হার্টবিট বেড়ে যায়নি এমন কাউকেই খুঁজে পাওয়া যাবে না । আজ শাহজাহান ভাইয়ের কথা বলি । ব্যক্তিগত জীবনে মাটির মানুষ । সবাইকে বুকে জড়িয়ে ধরেন । কিছুক্ষণের মধ্যে মানুষকে আপন করে নেয়ার অসাধারণ যোগ্যতা রয়েছে তাঁর । তাঁর সাথে যতটুকু মিশেছি , দেখেছি খুবই সংবেদনশীল হৃদয়ের একজন মানুষ তিনি । বয়স ষাটের কাছাকাছি চলে গিয়েছে , তবু তাঁর চিন্তাধারা আমাদের মত । সময় তাঁকে কাবু করতে পারেনি । রাজনৈতিক বিশ্লেষণ নিখুঁত, তিনি জানেন - কখন কী করতে হবে ।

চট্টগ্রামের ইসলাম-বিদ্বেষী গোষ্ঠী তাদের প্রধান শত্রু মনে করে শাহজাহান ভাইকে । তাঁর অমিততেজী নেতৃত্বের কাছে টিকতে না পেরে তারা এখন ইসলামী আন্দোলনের এই বীর সৈনিককে হত্যার ষড়যন্ত্রে মেতে উঠেছে ।

শাহজাহান চৌধুরীকে হত্যার উদ্দেশ্যেই পুলিশসহ সন্ত্রাসীরা তাঁর বোনের বাসায় হানা দিয়েছিলো । তাঁকে না পেয়ে পুলিশ এবং পুলিশের সঙ্গী সাদা পোষাকধারী সন্ত্রাসীরা তাঁর ভাগ্নে মুন্নাকে চারতলা বাসার ছাঁদ থেকে ফেলে হত্যা করেছে । এটা পুলিশের মানুষ হত্যার নতুন ট্রেন্ড । সরকারের বিরোধীপক্ষের নেতা-কর্মীরাই শুধু নন , পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীদের হাতে এখন পরিবারের সদস্যরাও নিরাপদ নন । এ কেমন সমাজ তৈরি করছে আওয়ামী লীগ ? তারা কী চায় ?

শাহজাহান চৌধুরী স্পষ্ট ভাষায় বলেছেন , ‘মুন্না চলে গিয়েছে , আমার কোন আক্ষেপ নাই । আল্লামা সাঈদীর মুক্তির জন্য , বাংলার মানুষের মুক্তির জন্য আমিসহ আমার পরিবারের সবাই রক্ত দিতে রাজী আছি’ ।

আমার অস্থির লাগছিল । বারবার শুধু মনে আসছিল, ঐ খুনিরা যদি শাহজাহান ভাইকে পেয়ে যেত ?

মানুষের ধৈর্যের একটা সীমা থাকে । নিজে অনেক কষ্ট সহ্য করা যায় , কিন্তু পরিবারের সদস্যদের কষ্ট কেউ সহ্য করে না । ঘরে ঘরে গিয়ে মানুষ খুনের যে প্রক্রিয়া পুলিশ এবং আওয়ামী লীগ শুরু করছে , এর পরিণতি কী ? তারা কি মানুষকে ধৈর্যহারা করতে চায় ? প্রতিশোধের আগুন জ্বালাতে চায় ?

জানি, খুনিদের বোধোদয় হবে না । তবে এটুকু জানি , প্রতিশোধের আগুন বড় ভয়ংকর । এতে সবাই পুড়ে ছারখার হয়ে যায় ।

বিষয়: রাজনীতি

১১০১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File