১৬ জন নিরপরাধ ছাত্রী গ্রেপ্তার এবং আজ মাসুদ ভাইয়ের স্ত্রী ডাঃ ফারহানা মাসুদকে গ্রেপ্তারের প্রতিবাদে কঠোর কর্মসূচী চাই

লিখেছেন লিখেছেন মুহসিন আব্দুল্লাহ ২৩ মার্চ, ২০১৩, ০৯:৩৯:১৬ রাত

নারায়ণগঞ্জে ১৬ জন নিরপরাধ ছাত্রী গ্রেপ্তার এবং আজ মাসুদ ভাইয়ের স্ত্রী ডাঃ ফারহানা মাসুদকে গ্রেপ্তারের প্রতিবাদে হরতাল চাই ।

আমি মনে করি মাসুদ ভাইকে গ্রেপ্তারের চেয়েও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করা বেশি ভয়াবহ বিষয় । সেলিম উদ্দিন ভাইকে গ্রেপ্তারের প্রতিবাদে হরতাল হয়েছে । মাসুদ ভাইকে গ্রেপ্তার করলেও হরতাল হত । মা-বোনদের গ্রেপ্তার করে নির্যাতন মেনে নেয়া যায় না ।

হযরত সুমাইয়া (রাঃ) কে যখন কাফেররা হত্যা করেছিল তখন মুসলমানদের সংখ্যা ছিল খুব কম । হাতে গোনা কয়েকজন । আজ আমরা লক্ষ লক্ষ ভাই আছি । আমরা বেঁচে থাকতে আমাদের কোন মা, কোন বোনের বিন্দুমাত্র অসম্মান সহ্য করার চিন্তা করাটাও চরম কাপুরুষতা ছাড়া আর কিছু নয় ।

মিশরের জয়নাব আল গাজালী, পাকিস্তানের ডঃ আফিয়া সিদ্দিকী , আবু গারিব কারাগারের বোন ফাতিমাদের জন্য আমাদের করার কিছু ছিল না । আমরা চোখের পানি ফেলেছি । কিন্তু আজ ? আজ ফাতিমা আফিয়া গাজালীরা আমাদের চোখের সামনে কষ্ট পাবে , আর আমরা অজুহাত খুজবো গা বাঁচানোর ?

একদিনের আল্টিমেটাম দিয়ে কঠোর কর্মসূচী ঘোষণা চাই । তা যেমনই হোক ।

আর বেশি কিছু বলতে ইচ্ছে করছে না ।

বিষয়: রাজনীতি

১৩৯০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File