ছায়াপথ হন্টক
লিখেছেন লিখেছেন মুহসিন আব্দুল্লাহ ১৯ মার্চ, ২০১৩, ০৩:০৮:৫৩ দুপুর
এই কালো কালো পিচঢালা পথে আর কত হাটবো বলো ?
অথচ ছায়াপথগুলো হাহাকার করছে পথিক নেই বলে !
এবার হাটবো আমি বৃত্তের বাইরে
সীমাহীন ছায়াপথ ধরে অবিরাম
হয়তো, ঐ পথে হাটলেই পৌঁছে যাবো একদিন
আমার অস্তিত্বে । সূচনারও আগে ।
পৃথিবীর পথের ধারে গাছের ছাঁয়ায়
জিরিয়ে নিতে নিতেই বারবার হারাচ্ছি পথ
গন্তব্যের নিশানা ।
মায়া, ভালোবাসার কথা বলে বলে
আমায় আটকে রেখেছো তোমরা
গোলকধাঁধায় ।
এবার বাঁধন ছিড়ে যাবোই আমি
হাজার বছর ধরে হাঁটতেই থাকবো
গোলকের বাইরে , নিঃসীম নিস্তব্ধ ছায়াপথে ।
বিষয়: সাহিত্য
১০২৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন