অসাধারণ জীবন

লিখেছেন লিখেছেন মুহসিন আব্দুল্লাহ ১৬ মার্চ, ২০১৩, ১০:৩১:১২ সকাল

গ্রামে কিছু মানুষ আছে যাদের জীবনটা আমার কাছে অসাধারণ লাগে । আমার গ্রামে এরকম দুজন লোকের নাম হাছান আলী ও নিরাশা মামুদ । আশেপাশের কয়েকটি গ্রাম পর্যন্ত তাদের চেনাজানার পরিধি । গ্রামের বাজারটি তাদের কাছে রাজধানী । চুলকানির মলম বিক্রেতা ক্যানভাসার তাদের কাছে সেলিব্রেটি । পাড়ার মসজিদটি তাদের কাবাঘর । তারা প্রতিবছর হজ্ব করে গাঁয়ের ঈদগাহে । মাঝে মাঝে প্রতিবেশির সাথে ঝগড়া করা আর নির্বাচন এলে লাঙ্গল অথবা দাঁড়িপাল্লায় ছাপ্পড় মারাই তাদের রাজনীতি । সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে তারা গেরস্তের বাড়িতে কামলা খাটতে যায় । আসরের নামাজ শেষে মজুরি নিয়ে চলে যায় বাজারে । গামছায় জড়িয়ে আনে চাল , আলু , লবন আর কাঁচামরিচ । এশার নামাজ পড়ে মসজিদে । এরপর ভরপেট খেয়ে ঘুমিয়ে পড়ে কাঁথাবিছানো চকিতে । এই তাদের দিনলিপি ।

এই মানুষগুলির ভেতরে কোন কূটিলতা নেই । তারা জানেনা জামায়াত ,তাবলীগ, হিজবুত, এবং সালাফীর মধ্যে পার্থক্য আছে কিনা ! তারা জানেনা আওয়ামী লীগের দুঃশাসনের কথা , জানেনা মুজিব-জিয়ার স্বাধীনতা ঘোষণার কথা । জানেনা ওবামা ওলাঁদে গাদ্দাফি কিংবা বাশার আল আসাদের কথা । তারা শুধু জানে আল্লাহ আছেন । পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে । রমজান এলে রোজা রাখতে হবে । ঈমাম সাহেবের কথা শুনতে হবে ।

এরা হয়তো অনেক সহজে জান্নাতে চলে যাবে । আমার কী হবে ? জানিনা । তাই মাঝে মাঝে ওদেরকেই খুব হিংসা হয় । মনে হয় , ওদের মত করে যদি জীবনটা কাটিয়ে দিতে পারতাম !

বিষয়: বিবিধ

১০৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File