চেতনার গান !

লিখেছেন লিখেছেন মুহসিন আব্দুল্লাহ ২০ মার্চ, ২০১৪, ১২:৩৫:৩৯ দুপুর

পূর্বপুরুষের কাছে চেতনার মানে ছিল

বর্গী ইংরেজ তাড়ানো

আমাদের কাছে আজ চেতনার মানে হলো

‘শাহবাগ’ এসে দাঁড়ানো !

পিতা-পিতামহের চেতনার মানে ছিল

তাড়াও হন্তারক বাহিনী

চেতনায় এখন এসব শুধুই আজ

অতীতের গালভরা কাহিনী !

চেতনার মানে ছিল- অন্যায় প্রতিরোধ

জনতার কথা বলা

অধিকার আদায়ের সংগ্রাম

এখন চেতনা মানে - ঘৃণার বিষবাষ্প ,

স্বৈরাচার লেহন করে

পকেট মোটাতাজা করবার নাম ।

আজ

চেতনা মানে জবাই জবাই খেলা , উত্তাল নৃত্য

শত পুলিশের বেষ্টনীতে

সারাদিন বিরানী খাওয়া মোমবাতি জ্বালানো

পারিনা একটু রেস্টও নিতে ।

চেতনা মানে এখন বন্দী শত্রুকে

শূল-বধ করবার আঞ্জাম !

আজ নয় একাত্তর নয় চুয়াত্তর

তবু খালে বিলে ভাসে লাশ

মোরা চেতনায় হই উদ্দীপ্ত

করি নৃত্য, পৈশাচিক উল্লাস !

বন্ধু যখন ব্যস্ত এঘরে

উদ্দাম পরকীয়ায়

চেতনা দীপ্ত আমরা ব্যস্ত

বাংলা পরীক্ষায় !

আমরা মহান চেতনাধারী

মুজিব-জিয়া নস্যি

বেলুন উড়িয়ে আমরা এখন

মুক্তিযোদ্ধা হচ্ছি !

বাংলার মুখ আমি দেখিয়াছি তাই...

খুঁজিতে যাইনা আর

আমার সোনার দেশে আমি গান গাই

কিম্ভূত চেতনার ।

[চেতনার গান / ২০-০৩-২০১৪]

বিষয়: বিবিধ

৯৯৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

222932
১৮ মে ২০১৪ দুপুর ১২:৩১
অজানা পথিক লিখেছেন : Talk to the hand
২০ মে ২০১৪ রাত ০৮:৩৯
171210
মুহসিন আব্দুল্লাহ লিখেছেন : ঠেংকু ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File