স্রোতের বিপরীতে

লিখেছেন লিখেছেন মুহসিন আব্দুল্লাহ ১৪ মার্চ, ২০১৪, ০৯:০৬:৫২ রাত

১.

হাঁটতে শেখার পর থেকেই দেখছি-

একটা সর্বনাশা স্রোত আমায় ঠেলে দিতে চায়

আমার পথ হতে । টেনে নিতে চায়, ভাসিয়ে নিতে চায় –

পেছনের দিকে । অসুন্দর , পংকিলতা আর ক্রুরতার ভয়ংকর স্রোত ।

সেই স্রোতে চলছে হাজারো মানুষ ।

লাখো মানুষ ।

কোটি মানুষ ।

খড়কুটোর সাথে মিলেমিশে একাকার !

আমার ভেতর থেকেও এক বিশ্বাসঘাতক প্রেরণা জাগায়-

সেই স্রোতে ভাসাতে শরীর । নিষ্ঠুর জল্লাদের মত সে ক্রমাগত ছুরি চালায়

আমার বিশ্বাসের শ্বাসমূলে ।

২.

সবাইকে ঠেলে সামনে এগোনো বড্ড কঠিন, বড় কষ্ট

অনেক শক্তি আর সাহসের কাজও বটে !

দুর্বল আমি তাই- আমার পথের ওপর থমকে দাঁড়াই । ভাবি

নাইবা পারলাম হাঁটতে স্রোতের বিপরীতে

দাঁড়িয়ে তো থাকি –

সেটাই বা কম কিসে ?

পায়ের পাতা ফুঁড়ে শিকড় গজাক

বটগাছের ঝুরির মত হাতগুলোও নেমে আসুক মাটির পরে

চুলগুলো হোক মায়ের ভালোবাসার মত অচ্ছেদ্য শেকল

প্রোথিত হোক সময়ের আঙ্গিনায় ; আঁকড়ে রাখুক অনন্তকাল

আমার বিশ্বাসের এঁটেল মৃত্তিকায় ।

স্রোতের বিপরীতে নাইবা পারলাম হাঁটতে

দাঁড়িয়ে তো থাকি –

সেটাই বা কম কিসে ?

[স্রোতের বিপরীতে / ১৪-০৩-২০১৪]

বিষয়: সাহিত্য

৯৬১ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

192263
১৪ মার্চ ২০১৪ রাত ০৯:১৭
ভিশু লিখেছেন : দারুণ লাগলো!
Rolling Eyes Happy Good Luck
১৫ মার্চ ২০১৪ রাত ০৯:০৫
143448
মুহসিন আব্দুল্লাহ লিখেছেন : ধন্যবাদ ।
192265
১৪ মার্চ ২০১৪ রাত ০৯:২৪
শিশির ভেজা ভোর লিখেছেন : স্রোতের বিপরীতে নাইবা পারলাম হাঁটতে
দাঁড়িয়ে তো থাকি –
সেটাই বা কম কিসে ?

ভয় পান কেনরে ভাই। সামনে এগিয়ে চলেন।
১৫ মার্চ ২০১৪ রাত ০৯:০৫
143449
মুহসিন আব্দুল্লাহ লিখেছেন : হুম ।
192266
১৪ মার্চ ২০১৪ রাত ০৯:২৪
লোকমান বিন ইউসুপ লিখেছেন : বিপ্লব আর রোমাঞ্চের যুগল উল্লাসে হোক পৃথিবীর নৃত্য।
১৫ মার্চ ২০১৪ রাত ০৯:০৫
143451
মুহসিন আব্দুল্লাহ লিখেছেন : হুম ।
192269
১৪ মার্চ ২০১৪ রাত ০৯:২৯
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহুল খাইরান, অনেক সুন্দর পোস্ট
১৫ মার্চ ২০১৪ রাত ০৯:০৫
143452
মুহসিন আব্দুল্লাহ লিখেছেন : ধন্যবাদ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File