কোথাও কেউ নেই

লিখেছেন লিখেছেন মুহসিন আব্দুল্লাহ ০৬ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:৫৭:৫৭ রাত

শীতের রাতগুলি বড় নির্জন , চারিদিকে অসহ্য নীরবতা

অগণিত মানুষের এই শহরেও মনে হয়

কেউ নেই ।

কোথাও কেউ নেই ।

ফাঁকা রাস্তায় ছেলেপুলে নিয়ে খেলা করছে কুয়াশা

নির্বাক দর্শকের মত চেয়ে আছে পাতাঝরা গাছের সারি

পিচঢালা কালো রাজপথও হয়ে গেছে ‘ভিজে বেড়াল’

এ যেন সৃষ্টির আগেকার মত অসহনীয় নীরবতা । মনে হয় –

কেউ নেই

কোথাও কেউ নেই ।

দু’ধারে বহুতল অট্টালিকাগুলো ঠায় দাঁড়িয়ে আছে

জিরাফের মত । টোকাইরা আশ্রয় নিয়েছে চটের বস্তার ভেতর

নেড়ি কুকুরের দল ঠাঁই খুঁজে পেয়েছে ময়লার স্তুপে

রাতজাগা পেঁচাও যেন ডাকতে ভুলে গেছে শীতের তীব্রতায়

চারিদিকে শুনশান নীরবতা

আমি শুধু হেঁটে যাই নির্জনতা ভেঙ্গে । মনে হয়

কেউ নেই

কোথাও কেউ নেই ।

বিষয়: সাহিত্য

৯৩৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

174010
০৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:২৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালো লাগলো
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৪৬
127716
মুহসিন আব্দুল্লাহ লিখেছেন : ধন্যবাদ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File