কুয়াশায় অবগাহন
লিখেছেন লিখেছেন মুহসিন আব্দুল্লাহ ২৯ জানুয়ারি, ২০১৪, ০৯:২৯:৩৪ রাত
১.
দরজা খুলেই আমিতো অবাক !
সামনে অনাবৃত কুয়াশার শরীর ! এই শৈত্যপ্রবাহে
কুয়াশা ঢেকে রেখেছে পথ ঘাট বন বাদাড় খালবিল জঙ্গল
মাঠ , মেঠোপথ , হলুদাভ সরিষার ক্ষেত ।
অনাহারী পাখিরা চুপটি মেরে বসে আছে শীতল নীড়ে
ক্ষুধার্ত শিশুর চোখে অসহায় চোখ । আর
ডানা ঝাপটাবার ব্যর্থ চেষ্টা !
সবকিছু ঢেকে রেখেছে কুয়াশা , এগিয়ে আসছে আমার দরোজায়
ঢেকে দিতে আমাকেও ? আমার স্বপ্নগুলোকেও ?
অবাক আমি । সবকিছু ঢাকতে এসেছে কুয়াশা
নিয়ে তার অনাবৃত শুভ্র শরীর !
২.
এই ক্ষুদ্র দেহে জড়ালাম পুরনো চাঁদর । ভীত নই আমি
ভালোবেসে আজ-
নির্ভীক বীরের মত করবো অবগাহন
কুয়াশার রুপে !
(২৭-০১-২০১৪)
বিষয়: সাহিত্য
৯৯৯ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালোবেসে আজ-
নির্ভীক বীরের মত করবো অবগাহন
কুয়াশার রুপে !
জটিল কোপতেরে ভাই
বুঝতে পারছি না বলেই প্রশ্নটা করলাম।
মন্তব্য করতে লগইন করুন