ব্রেইন চাঙ্গা রাখার ১০টি টিপস

লিখেছেন লিখেছেন মুহসিন আব্দুল্লাহ ১০ জানুয়ারি, ২০১৪, ০৬:২৯:২৮ সন্ধ্যা



১। সকালবেলা নিয়মিত নাস্তা করুনঃ

যারা সকালে নাস্তা করেন না তাদের রক্তে সুগার লেভেল কম থাকে । ফলে ব্রেইনে পুষ্টি সরবরাহ বিঘ্নিত হয় এবং এর ফলে মস্তিষ্কের কার্যকারিতা হ্রাস পায় ।

২। অতিরিক্ত খাওয়া বন্ধ করুনঃ

অতিরিক্ত খেলে ব্রেইনে রক্ত সরবরাহের ধমনী ও শিরা শক্ত হয়ে যায়, ফলে রক্ত সরবরাহে বিঘ্ন ঘটে । যা ব্রেইনের জন্য ক্ষতিকর ।

৩। ধূমপান করবেন নাঃ

ধূমপানের ফলে ব্রেইন সংকুচিত হয় এবং এর ফলে আলঝেইমারস ডিজিজ হতে পারে ।

৪। চিনিজাতীয় খাবার বেশি খাবেন নাঃ

অত্যধিক চিনিজাতীয় খাবার বা শর্করা খাবার গ্রহণের ফলে প্রোটিন ও অন্যান্য উপাদান ব্রেইনে ঠিকমত পৌঁছে না । এতে ব্রেইনের ডেভেলপমেন্ট বিঘ্নিত হয় ।

৫। বায়ু দূষণ থেকে দূরে থাকুনঃ

দূষিত বাতাস গ্রহণের ফলে মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ কমে যায় । এতে ব্রেইনের কার্যকারিতা হ্রাস পায় ।

৬। পরিমিত ঘুমানঃ

ঘুম ব্রেইনকে রেস্ট দেয় । না ঘুমানো বা ক্রমাগতভাবে খুব কম ঘুমানোর ফলে ব্রেইনের কার্যক্ষমতা হ্রাস পায় ।

৭। মাথাসহ ঢেকে না ঘুমাবেন নাঃ

মাথাসহ ঢেকে ঘুমালে অক্সিজেনের চেয়ে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বেশি হয়ে যেতে পারে । যা ব্রেইনের জন্য ক্ষতিকর ।

৮। অসুস্থ অবস্থায় কাজ করবেন নাঃ

অসুস্থ অবস্থায় চাপ নিয়ে পড়াশোনা বা অন্য কোন কাজ করলে এতে ব্রেইনের কার্যক্ষমতা কমে যায় ।

৯। চিন্তাভাবনা করুনঃ

চিন্তাভাবনা করলে ব্রেইন সুস্থ থাকে , কার্যকারিতা বাড়ে । চিন্তাহীনতা ব্রেইনকে অকর্মণ্য করে ফেলে ।

১০। বুদ্ধিবৃত্তিক আলোচনায় অংশ নিনঃ

উন্নত বুদ্ধিবৃত্তিক কাজ ও আলোচনা ব্রেইনের কার্যকারিতা বাড়ায় ।

ব্রেইন চাঙ্গা

বিষয়: বিবিধ

১৯৮৩ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

161134
১০ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৮
ভিশু লিখেছেন : খুব ভালো লাগ্লো...Happy Good Luck
১৪ জানুয়ারি ২০১৪ সকাল ১০:০০
116579
মুহসিন আব্দুল্লাহ লিখেছেন : তাই নাক্কি ?
161146
১০ জানুয়ারি ২০১৪ রাত ০৮:০৪
পলাশ৭৫ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৪ জানুয়ারি ২০১৪ সকাল ১০:০১
116580
মুহসিন আব্দুল্লাহ লিখেছেন : ধন্যবাদ ভ্রাতঃ
161148
১০ জানুয়ারি ২০১৪ রাত ০৮:০৭
ভোলটালিন নাপোজিটোর লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৪ জানুয়ারি ২০১৪ সকাল ১০:০১
116581
মুহসিন আব্দুল্লাহ লিখেছেন : ধন্যবাদ ভ্রাতঃ
161179
১০ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৩৭
আব্দুল গাফফার লিখেছেন : পড়ে খুব ভাল লাগলো , শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ Good Luck
১৪ জানুয়ারি ২০১৪ সকাল ১০:০১
116582
মুহসিন আব্দুল্লাহ লিখেছেন : ধন্যবাদ ভ্রাতঃ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File