ছিনিমিনি খেলার ইশতেহার

লিখেছেন লিখেছেন মুহসিন আব্দুল্লাহ ১৫ আগস্ট, ২০১৩, ০৩:৩৬:৫৬ রাত

১।

জীবনটা ছেলেখেলা নয় । তবু আজ

জীবন নিয়ে খেলতে ইচ্ছে করে

ডাংগুলি খেলা নয়- মল্লযুদ্ধ নয় । রীতিমত

‘ছিনিমিনি’ খেলা !

যে খেলায় জীবনই হাতিয়ার , জীবনই বাজি

কেউ কি আছো আমার সাথে , খেলতে রাজি ?

২।

আমি এমন এক সময়ের কথা বলছি

যখন জীবন স্থবির হয়ে দাঁড়িয়ে আছে

সময় চলে যায় দিন মাস বছর । তবু

জীবন গতিহীন , দিঘীর শান্ত জলের মতন ।

স্থবির জীবনে আজ

কানে আসে শুধু দীর্ঘশ্বাসের আওয়াজ ।

কোটি কোটি মানুষের অব্যক্ত ব্যথা, হা-হুতাশ

দীর্ঘশ্বাসের সাথে নিয়ে আসে যেন উত্তপ্ত বাতাস

নিঃশব্দে গর্জন করে ওঠে মানুষের ক্ষোভ

আমার স্থবির জীবনে জাগে – জীবন নিয়ে

ছিনিমিনি খেলার এক ভয়ংকর নেশা ।

চলো তবে , শুরু করা যাক !

.......................................

ছিনিমিনি খেলার ইশতেহার / ১০-০৮-২০১৩

বিষয়: বিবিধ

৯৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File