বিদেহী প্রিয়তমার অপেক্ষায়
লিখেছেন লিখেছেন মুহসিন আব্দুল্লাহ ২৬ জুলাই, ২০১৩, ১১:৫৯:৪৬ রাত
দিঘীর শান্ত জলে আমার চঞ্চল চোখ স্তব্ধ চেয়ে থাকে
বাতাসের কানাকানিতে ভ্রুক্ষেপ নেই
বিজলির ঝিলিকেও স্থির চোখের তারা
মেঘের গর্জনেও চমক নেই
শান্ত । যেন সে এক- হাজার বছরের ধ্যান ।
জানিনা কতটুকু মুহুর্ত কিংবা কতটা শতাব্দী পেরিয়ে যায়
আমার স্তব্ধ চোখ তবু নিষ্পলক । ক্ষুদ্র কড়ে আঙ্গুলে উঠে আসে
ঘাটের শ্যাওলার ভেতর বেড়ে ওঠা বেগুনী ঘাসফুল
তোমার খোঁপার কথা মনে আসে । আবার হারিয়ে যায়
শান্ত দিঘীর জল ইশারা দেয়- কথা বলো না ।
অনন্ত কাল হয়তো এখানে বসে থাকবো, এই ঘাটে
সম্বিত ফিরে পাবো শুধু তোমার ঘুঙুরের শব্দেই ;
বালিকা বঁধূ । এই চোখে চঞ্চলতা আসবে ফিরে – যদি মনে হয়
চোখ ফেরালেই হয়ে যাবে চোখাচোখি তোমার ,
কাজল গভীর নয়নে ।
………………………..............
বিদেহী প্রিয়তমার অপেক্ষায় / ২৬-০৭-২০১৩
বিষয়: সাহিত্য
৯৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন