রাখুন এসব প্যাচাল

লিখেছেন লিখেছেন রোকন উদ্দিন ৩০ মার্চ, ২০১৩, ০৯:০১:৪১ রাত

---শাহবাগের গণজাগরণ মঞ্চ দল-মত নির্বিশেষে সকল জনগণের মঞ্চ। দেশের সব মানুষ আজ জামাত-শিবিরের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে।

---ভাই, কিছু মনে না করলে কয়েকটা প্রশ্নের উত্তর দিন। আপনাদের গণজাগরণ মঞ্চে বিএনপির লোকেরা গেছে?

---না।

---জাতীয় পার্টির লোকেরা গেছে?

---না।

---জামাতের লোকেরা?

---প্রশ্নই আসে না।

---বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলগুলোর নাম বলুনতো?

---আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত।

---তাহলে এটা তো আপনাকে মানতে হচ্ছে যে, চার ভাগের তিনভাগ রাজনৈতিক দল আপনাদের সাথে নেই? তার মানে জনগণের মধ্যে আপনাদের সমর্থক সংখ্যা সর্বোচ্চ হলেও শতকরা পচিশ ভাগ।

---না মানে ঐ দলগুলোর বাইরেও তো কিছু লোক আমাদের সাথে আছে। সাংস্কৃতিক কর্মীরা আছে, মুক্তিযোদ্ধারা আছে।

---সাংস্কৃতিক কর্মী? মুক্তিযোদ্ধা? এদের সংখ্যা কত? বরং আপনাদের গণজাগরণের সাথে নেই এরকম লোকের সংখ্যাই অনেক বেশি। হেফাজতে ইসলাম, ইসলামী ও সমমনা বার দল, চরমোনাইয়ের পীরের ইসলামী আন্দোলনসহ বাংলাদেশে ইসলামপন্থী ভোটারদের সংখ্যা কত হতে পারে আন্দাজ করুন তো?

---ফুঃ মোল্লাদের সংখ্যা আর কত হবে?

---আচ্ছা ঠিক আছে, এর উত্তর আপনাকে দিতে হবে না, উত্তরটা শুনুন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মুখে। কিছুদিন আগে তিনি বলেছেন, বাংলাদেশে ইসলামপন্থীদের ভোটারদের সংখ্যা শতকরা পচিশভাগ।

---এটা কীভাবে সম্ভব?

---জ্বী জনাব, উটপাখির মতো বালিতে মাথা গুজেঁ রাখলেই ঝড়কে ঠেকানো যায় না। বালু থেকে মাথা তুলে দেখুন সাঈদীর রায়ের পর সারা দেশে কী রকম গণবিস্ফোরণ হয়েছে? হেফাজত আর চরমোনাইয়ের সমাবেশের ছবিগুলোর দিকে একটু সময় নিয়ে তাকান। সত্যিকার গণজাগরণ কাকে বলে বালু থেকে মাথা না তুললে কীভাবে দেখবেন?

---দূর, রাখুন এসব প্যাচাল। আর কোন দাবি নাই, রাজাকারের ফাঁসি চাই।

বিষয়: রাজনীতি

১১৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File