পাতানো টকশো

লিখেছেন লিখেছেন রোকন উদ্দিন ২৪ মার্চ, ২০১৩, ১০:০৩:১১ রাত

বাংলাদেশের বেশিরভাগ টিভি চ্যানেলে টকশো'র নামে যা হয়, তা কোনভাবেই সাংবাদিকতার কোন পর্যায়ে পড়ে না। টকশোর নামে এই টিভিগুলো হয় ভাড়াটে গালিবাজদের ডেকে এনে বিএনপি ও জামায়াতকে নোংরা ভাষায় গালি দেয়ার সুযোগ করে দেয়, নচেৎ একপক্ষে আওয়ামী টাইপ এবং অন্যপক্ষে বিএনপি টাইপ আলোচক নিয়ে এসে নির্লজ্জভাবে আওয়ামী টাইপটির পক্ষ নিয়ে বিএনপি টাইপটিকে নাস্তানাবুদ করার চেষ্টায় মগ্ন হয়।

প্রথমটার ব্যাপারে আমার কোন কথা নেই, কারণ গালিবাজদের নোংরা গালাগালিকে কোন সুস্থ লোকই আমলে নেয় না। দ্বিতীয়টির ব্যাপারে আমার কথা হলো, এই সব নাটুকে টকশোতে অংশ নিয়ে নাস্তানাবুদ হওয়ার চাইতে বিএনপির টকশোগামী নেতাদের উচিৎ হবে তাদেরকে বর্জন করা। যে খেলায় রেফারি প্রকাশ্যে একটি পক্ষে অবস্থান নেয়, সেই খেলা খেলতে যাওয়াটা চূড়ান্ত আহাম্মকি ছাড়া আর কিছু নয়। এদের বর্জন করলে বিএনপির কোন ক্ষতি হবে না। বরং এতে যদি এই বদমায়েশদের আক্কেল হয় তো ভালো, নইলে দর্শকরাও বুঝবে পক্ষপাতিত্বের অভিযোগে এই এই টিভিকে বর্জন করেছে বিএনপি।

বিষয়: রাজনীতি

১০৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File