উটপাখি

লিখেছেন লিখেছেন রোকন উদ্দিন ২৪ মার্চ, ২০১৩, ০৫:২৫:০৬ বিকাল

কালকের এটিএন নিউজে মুন্নী সাহার অতিথী হয়ে এসেছিলেন ঘাদানিক নেতা শাহরিয়ার কবীর আর প্রথম আলোর সহকারী সম্পাদক সোহরাব হোসেন (নাকি হাসান?)। মুন্নী সাহা এবং শাহরিয়ার কবীর খুব ক্ষোভ প্রকাশ করলেন এই বলে যে প্রথম আলো কেন ট্রাইবুনালকে প্রশ্নবিদ্ধ করে এমন একটি রিপোর্ট ছাপলো। সোহরাব যখন বললেন যে এটি তো প্রকাশ করেছে ইকোনোমিস্ট, তারা এর অনুবাদ প্রকাশ করেছেন মাত্র, তখন মুন্নী সাহা আর শাহরিয়ার কবীর দুজনই চুপসে গেলেন।

মুন্নী সাহারা উটপাখির মতো বালিতে মুখ গুঁজে রেখে নিজেদেরকে এবং তাদের অনুসারীদেরকে এই বলে স্বান্তনা দিয়ে চলেছেন যে বাইরের আবহাওয়া পুরোপুরি শান্ত, ঝড়-ঝাপ্টার চিহ্নমাত্র নেই। কিন্তু নির্মম সত্য হলো, যে ভয়ানক ঝড়ের অস্তিত্ব অস্বীকার করে চলেছে এই উটপাখিরা সেই ঝড় এদের কাউকেই রেহাই দেবে না শেষ পর্যন্ত। অপেক্ষা করুন হে মহান উটপাখিবৃন্দ, খুব শীঘ্রই আপনাদের চূড়ান্ত পরিণতি দেখবে বিশ্ববাসী।

বিষয়: রাজনীতি

১২১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File