রাষ্ট্রপতির মৃত্যু

লিখেছেন লিখেছেন রোকন উদ্দিন ২৩ মার্চ, ২০১৩, ১১:২৮:৪৪ সকাল

রাষ্ট্রপতির মৃত্যু নিয়ে কয়েকটি কথা বলবো না বলবো না করেও শেষ পর্যন্ত না বলে থাকতে পারলাম না, আল্লাহ আমাকে মাফ করুন।

১। আমার যতদূর মনে পড়ে, ১৯৯৮ সালের দিকে, আওয়ামী লীগ যখন ক্ষমতায়, তখন মাত্র প্রথম আলো পত্রিকা জন্ম লাভ করে। প্রথম আলোর 'আলপিনের' জনপ্রিয়তা তখন তুঙ্গে। আজকের জিল্লুর রহমান তখন আওয়ামী লীগের ডাকসাইটে নেতা (সম্ভবত মন্ত্রীও)। কী এক অনুষ্ঠানে জিল্লুর রহমান শেখ হাসিনার বন্দনা করতে গিয়ে এক্সট্রিম কিছু কথা (কথাগুলো মনে নেই) বলে ফেলেছিলেন। প্রথম আলোর আলপিন এটাকে সমালোচনা করতে গিয়ে জিল্লুর রহমানের নাম দিয়েছিলেন তৈলুর রহমান। আমি তখন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র। সে সময় আমরা বন্ধুরা মিলে দল বেধে কাড়াকাড়ি করে 'আলপিন' পড়তাম। জিল্লুর রহমানের 'তৈলুর রহমান' নামকরণ আমাদের মাঝে ব্যাপক কৌতুকের সৃষ্টি করেছিল তখন। আজ ২০১৩ সালে জিল্লুর রহমানের মৃত্যুতে প্রথম আলোর শোক প্রকাশের মহড়া দেখে আমার কেন যেন ১৯৯৮ সালের সেই কথা বার বার মনে পড়ছে।

২। নাটোরের গামা হত্যাকান্ডের ঘটনায় সাজাপ্রাপ্ত আসামিদের এবং লক্ষীপুরের তাহের-পুত্র খুনী বিপ্লবের ফাঁসির দন্ডাদেশ মওকুফের এত টাটকা স্মৃতি কোনভাবেই মন থেকে তাড়াতে পারছি না।

৩।সারা জীবন ধর্মনিরপেক্ষতাবাদের মতো একটি কুফরি মতবাদের ধারক-বাহক-সৈনিক হিসেবে লড়াইরত অবস্থায় এবং ইসলামকে নির্মূল করার সরকারী চক্রান্তের অভিভাবক থাকা অবস্থায় যিনি মৃত্যু বরণ করছেন, আমরা তার হাজার গুণগান গাইলেও তার আমলনামা থেকে কি এই অতীত মুছে যাবে!

৪। যে কুরআন আমরা মৃত্যুর পর পাঠ করি, সেই কুরআনের প্রকৃত হক ছিল দুনিয়ায় সেটি পাঠ করে সে অনুযায়ী জীবন ও সমাজ গড়া। দুনিয়ায় সারা জীবন কুরআন স্পর্শ করলাম না, কুরআন মোতাবেক জীবন গড়লাম না, মৃত্যুর পর সেই কুরআন খতম করছেন এতিম হাফিজরা, আহা কুরআনের সাথে এর চাইতে বড় তামাশা আর কী হতে পারে!

আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন।

বিষয়: রাজনীতি

১২৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File