সাংবাদিকতা নয়, দুর্বৃত্তপণা
লিখেছেন লিখেছেন রোকন উদ্দিন ১৪ মার্চ, ২০১৩, ০৩:০২:৩০ দুপুর
ফ্রিডম অব প্রেস এর সুযোগ নিয়ে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো বর্তমানে এক একটি দানবে পরিণত হয়েছে। সাংবাদিকতার সকল নিয়ম কানূণ ও নীতি নৈতিকতাকে এরা দিনরাত হাসিমুখে বলাৎকার করে চলেছে। সমগ্র পৃথিবীতে বিরল যে নজীরগুলো আমাদের টেলিভিশনসমূহ বিরতিহীনভাবে স্থাপন করে চলেছে তার একটি নিয়ে আপাতত কয়েকটি কথা বলছি।
বিগত চার বছরে আমাদের টিভি টক শো'র প্রধান বিষয়বস্তু ছিলো জামায়াত-শিবিরের কর্মকান্ড। লক্ষনীয় বিষয় হলো এই সব টকশোতে জামায়াত-শিবিরকে নিয়ে আলোচনা করার জন্য আওয়ামী লীগ, বিএনপি, সিপিবি, জাসদ, জাতীয় পার্টি, বিভিন্ন ইসলামপন্থী দল, সুশীল সমাজ, বুদ্ধিজীবি মহলসহ সকল মহলের লোকদেরকে আমন্ত্রণ জানানো হলেও ঘূণাক্ষরেও কখনও জামায়াত-শিবিরের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। বিস্ময়কর ব্যাপার হলো, এই টকশোগুলোতে যাদেরকে নিয়ে আলোচনা করা হচ্ছে তারাই অনুপস্থিত আর সবাই উপস্থিত। জামায়াত-শিবিরের প্রতিনিধির অনুপস্থিতিতেই এই অনুষ্ঠানগুলোতে জামায়াত-শিবিরকে কঠোরভাবে আক্রমণ করার সুযোগ দেয়া হচ্ছে আলোচকদের। অথচ সারা পৃথিবীতে সাংবাদিকতার স্বীকৃত পন্থা হলো আপনি যাদেরকে নিয়ে কথা বলছেন, তাদের বক্তব্যও সমান গুরুত্ব দিয়ে প্রচার করতে হবে। কারও বিরুদ্ধে কোন অভিযোগ আনা হলে অভিযুক্তকেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। সাংবাদিকতার ন্যূনতম এথিকস হচ্ছে উভয় পক্ষের বক্তব্য সমান গুরুত্ব দিয়ে প্রচার করতে হবে যাতে পাঠক-দর্শক-শ্রোতারা সহজেই প্রকৃত সত্যটি উপলব্ধি করতে সক্ষম হয়। বিস্ময়করভাবে বাংলাদেশের টিভিগুলো সাংবাদিকতার এই স্বীকৃত নিয়মকে দিনের পর দিন অবলীলায় লঙ্ঘন করে চলেছে। ভিন্ন মতকে কোনঠাসা করার এমন জঘণ্য পন্থাকে আমি বড়জোর দুর্বৃত্তপণা বলি, কোন মতেই সাংবাদিকতা নয়।
বিষয়: বিবিধ
১৪৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন