অবসরে
লিখেছেন লিখেছেন রোকন উদ্দিন ০১ জুন, ২০১৩, ০৩:৪০:২২ দুপুর
আমরা একটু অবসর পেলেই দীর্ঘ সময় ধরে টিভি দেখি অথবা ফেইসবুকে অনর্থক ঘন্টার পর ঘন্টা বসে থাকি, কিংবা বন্ধুদের সাথে বেহুদা আড্ডা দিয়ে লম্বা সময় কাটাই।
অথচ মহান আল্লাহ্ বলেছেনঃ "অতএব, যখন সময় পাও তখন (ইবাদতের জন্য) পরিশ্রম করো, আর তোমার পালনকর্তার দিকে মনোনিবেশ করো।" (সুরা আলাম-নাশরাহঃ ৭-৮)।
এই আয়াতটি আসলে সূরা মুমিনুনের ৩ নম্বর আয়াতেরই প্রতিধ্বনি যেখানে বলা হয়েছে মুমিনরা বেহুদা কথা ও কাজ থেকে বিরত থাকে।
দিন দিন আমাদের অবস্থা এত অবনতির দিকে যাচ্ছে যে আমরা নির্দ্বিধায় মহান আল্লাহর নির্দেশের বিপরীত কাজ করে চলেছি এবং বিপরীত কাজ যে অনবরত করে যাচ্ছি এ ব্যাপারে আমাদের মনের মধ্যে কোন অপরাবোধও নেই।
বিষয়: বিবিধ
৯৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন