নিদ্রাভঙ্গের হেতু

লিখেছেন লিখেছেন রোকন উদ্দিন ২৪ মে, ২০১৩, ০৮:২৭:৫৮ রাত

যারা বিএনপির নিদ্রাভঙ্গের খবরে আশান্বিত হয়েছিলেন তাদের জন্য দুঃসংবাদ। নিদ্রাভঙ্গের পেছনের খবর আবিষ্কৃত হয়েছে।

বিএনপি নেতারা বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবার সকালে হঠাৎ আবিষ্কার করলেন বৃহস্পতিবার বৌদ্ধ পূর্ণিমার সরকারি ছুটি, শুক্রবার-শনিবার সরকারি ছুটি। তিন দিনের সরকারি ছুটি আর খিচুড়ি খাওয়া ওয়েদারে রাজধানির পথ ঘাট সম্পূর্ণ ফাঁকা। তো হরতাল ডাকার এই-ই সুযোগ!

ফলাফল, শুক্রবার দুপুরে তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন ডাকা হলো। মহান নেতা দুদু সাহেবের কণ্ঠে এই মহান ঘোষণা দেয়ার ব্যবস্থা হলো।

নো চিন্তা দেশবাসি। রোববার বৃষ্টি থাকলে বিএনপি নেতারা খিচুড়ি আর গরুর মাংস খেয়ে দিবানিদ্রা যাবে, আর বৃষ্টি না থাকলে কলাপসিবল গেটের ভেতরে চেয়ারে বসে মিডিয়ার কাছে সরকারের বিরুদ্ধে নালিশ জানাবে।

বিষয়: রাজনীতি

১০৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File