আওয়ামী লীগের অনিবার্য পরিণতি
লিখেছেন লিখেছেন রোকন উদ্দিন ১৯ মে, ২০১৩, ০৩:১৪:২১ দুপুর
ঘটনা ১: কারসাজির মাধ্যমে শেয়ারবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারী কয়েক লাখ নাগরিককে নিঃস্ব করা হলো। ফলাফল: বিনিয়োগকারী কয়েক লাখ নাগরিক এবং তাদের পরিবার ও আত্মীয়-স্বজনের কাছে আওয়ামী লীগ এখন লুটেরাদের দল।
ঘটনা ২: পদ্মা সেতু ইস্যুতে হাসান-হোসেন ও হাসিনা-রেহানার কেলেঙ্কারীর ঘটনা ফাঁস। ফলাফল: পদ্মার ওপারের নাগরিকরা, যারা ফেরি পারাপার করতে করতে ক্লান্ত তাদের কাছে আওয়ামী লীগ এখন চোরের দল।
ঘটনা ৩: ডেসটিনিকে হত্যা করা হলো। ফলাফল: ডেসটিনির সাথে সম্পৃক্ত কয়েক লাখ প্রান্তিক পর্যায়ের তরুন-যুবকের কাছে আওয়ামী লীগ এখন দুঃস্বপ্নের নাম।
ঘটনা ৪: হলমার্ক নামক একটি অখ্যাত কোম্পানীর মাধ্যমে সোনালী ব্যাংকের চার হাজার কোটি টাকা লুট। ফলাফল: ব্যাংকিং সেক্টরের সাথে সম্পৃক্ত লাখ লাখ নাগরিকের কাছে আওয়ামী লীগ এখন ডাকাতদের দল।
ঘটনা ৫: সুরঞ্জিতের বাসায় যাওয়ার পথে চল্লিশ লাখ টাকা সহ সুরঞ্জিতের এপিএস আটক। ফলাফল: রেলওয়ের চাকুরিবঞ্চিত প্রার্থীসহ রেল বিভাগের সাথে সম্পৃক্ত নাগরিকদের কাছে আওয়ামী লীগ এখন গণশত্রু।
ঘটনা ৬: বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা, সুখরঞ্জন বালি গুম। বিভিন্ন মন্দিরে আগুন দিল যুবলীগ-ছাত্রলীগের কর্মীরা। ফলাফল: দেশের হিন্দু সম্প্রদায়ের কাছে আওয়ামী লীগ এখন ঘরের শত্রু বিভীষণ।
ঘটনা ৭: সাগর রুনীকে হত্যা করা হলো, মাহমুদুর রহমানকে আটক করা হলো। আমার দেশ, দিগন্ত টিভি, ইসলামিক টিভি বন্ধ। ফলাফল: সাংবাদিক-বুদ্ধিজীবী মহলের কাছে আওয়ামী লীগ এখন গণতন্ত্রের শত্রু।
ঘটনা ৮: তাজরীনে আগুনে এবং রানা প্লাজায় ভবন ধ্বসে নিহত প্রায় দেড় হাজার, নিখোজ প্রায় দুই হাজার, পঙ্গু ও আহত অনেকে। ফলাফল: কয়েক লাখ গার্মেন্ট কর্মী ও তাদের পরিবারের কাছে আওয়ামী লীগ একটি খুনীদের দল।
ঘটনা ৯: দেলোয়ার হোসেন সাঈদীকে অন্যায়ভাবে ফাঁসি দেয়া হলো। প্রতিবাদী জনতার উপর চালানো হলো গণহত্যা। ফলাফল: লাখ লাখ সাঈদীভক্তের কাছে আওয়ামী লীগ এখন একটি প্রতিহিংসাপরায়ণ ও গণহত্যাকারীদের দল।
ঘটনা ১০: হেফাজতে ইসলামের নিরীহ নিরস্ত্র নাগরিকদের উপর গুলি চালানো হলো। ফলাফল: দেশের কোটি জনতার কাছে আওয়ামী লীগ মানে ইসলামের শত্রুদের দল।
আওয়ামী লীগের জন্য যে অত্যন্ত করুণ পরিণতি অপেক্ষা করছে সে কথা কি আর নতুন করে বলার প্রয়োজন আছে?
বিষয়: বিবিধ
১১৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন