বুচ্ছি! বুচ্ছি এবার!
লিখেছেন লিখেছেন অপ্টিমিস্ট রোকন ০৭ জুন, ২০১৩, ০৮:৩৯:৪২ রাত
---হুনছেন, রেশমারে চাকরি দিছে হাসিনা।
---ভালো তো।
---কিন্তু যারা এনাম মেডিকেল হাত পাঁ হারিয়ে কাতরাইতেছে তাদের তো কিছু দিল না।
---আহা সবাইকে না পারলেও একজনকে তো দিল, এইটার প্রশংসা করতে কৃপনতা করতেছেন কেন?
---আচ্ছা মানলাম। কিন্তু হাসিনা যে বিনা দোষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের হাজার খানেক লোকের চাকুরি খাইল, হেইডার কী হবে?
---আরে হেরা তো সব বিএনপি, জামায়াতের ক্যাডার।
---আর চ্যানেল ওয়ান, আমার দেশ, দিগন্ত টিভি, ইসলামিক টিভিতে কর্মরত কয়েক হাজার লোককে যে পথে বসাইল?
---ধূর মিয়া, হেরা সব ওই জায়গাগুলোতে বইসা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র পাকাইতো।
---তাইলে আপনার কথামতো, বাংলাদেশে এখন রেশমাই চাকুরির জন্য একমাত্র উপযুক্ত?
---আরে কী কন! দেশের সব জায়গা থিকা ডাইকা আইনা চাকুরি দেওয়া হইতাছে, তয় প্রার্থীদের অন্তত একটা যোগ্যতা তো থাকতে হবে, তাই না!
----কী সেই যোগ্যতা?
----অহনও বোঝেন নাই? চাকুরিপ্রার্থীকে অবশ্যই আওয়ামী লীগের প্রতি অনুগত্যের পরীক্ষায় পাশ করতে হবে। রেশমা সাভারে পাশ করছিল বইলাই তো চাকুরি পাইল।
---বুচ্ছি! বুচ্ছি এবার!
বিষয়: বিবিধ
১০২৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন