মধুর অভিনয়

লিখেছেন লিখেছেন অপ্টিমিস্ট রোকন ০৭ জুন, ২০১৩, ০৩:০৫:২০ দুপুর

সকাল সাড়ে আটটা।

---শোনো, সয়াবিন তেল শেষ। ফেরার পথে নিয়ে এসো।

---শুক্রবার না বাজার করলাম, তখন তো সয়াবিন তেলের কথা বললা না?

---ভুলে গেছিলাম।

---হুম। আটা আনতে হবে?

---সরি, আটাও শেষ হয়ে গেছে। নিয়ে এসো।

---বাবুর হরলিক্স, টুথপেষ্ট?

---নিয়ে এসো, ওগুলোও শেষ।

সন্ধ্যা ছয়টা।

---কী ব্যাপার? আমি তো তোমাকে এত বাজার করতে বলিনি? মাছ, মুরগী কেন?

---বাজারে গিয়ে সস্তা পেলাম।তাই কিনে ফেললাম আর কি!

রাত এগারটা।

---তুমি যে জেনে শুনে ভুল করো এটা আমি জানি।

---কী রকম?

---শুক্রবার আমার মানিব্যাগে টাকা তেমন একটা ছিল না বলে সব বাজারের কথা তুমি আমাকে বলনি।

---আচ্ছা!

---আজ আমার মানিব্যাগে কিছু টাকা আছে বলেই তুমি প্রয়োজনীয় বাজারের কথাগুলো বলেছ।

---হুম, ভালোই তো বোঝ দেখছি। তুমিও তো কম যাও না!

---কী রকম?

---তুমি তো জানো কী কী বাজার নেই, তবু আমাকে জিজ্ঞেশ করো, এটা লাগবে কিনা, ওটা লাগবে কিনা?

---হুম, কেন জিজ্ঞেম করি জানো?

---জানি। তবু তোমার মুখে শুনতে চাই।

---আমি এমন একটা ভাব দেখাই যেন আমাদের সংসারে অভাব বলতে কিছু নেই। অমুক জিনিসটার কথা মনে পড়েনি বলেই আনা হযনি। টাকার অভাবে যে আনা হয়নি সেটা গোপন করার জন্যই এই কসরৎ।

---অথচ ব্যাপারগুলো আমরা দুজনই জানি।

---তবু এই অভিনয়টুকুর মধ্যে এত আনন্দ কেন? Love Struck

বিষয়: বিবিধ

১২১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File