ব্যাংকের টাকা
লিখেছেন লিখেছেন অপ্টিমিস্ট রোকন ০৫ জুন, ২০১৩, ০৩:০২:১০ দুপুর
ব্যাংকে গেছি টাকা তুলতে। চল্লিশ হাজার টাকার চেক দিয়ে অপেক্ষা করছি। কাউন্টারের ওপার থেকে একহাজার টাকার সব নোট দেওয়া হলো। আমি কাউন্টারে দাঁড়িয়েই গুনা শুরু করলাম।
এক, দুই, তিন,...বাইশ, তেইশ, চব্বিশ... ছেচল্লিশ, সাতচল্লিশ, আটচল্লিশ...এই পর্যন্ত গুনেই থমকে গেলাম। আরে, আমি তো চল্লিশ হাজারের চেক দিয়েছি। তাহলে কি ভুল করে আমাকে বেশি টাকা দেয়া হয়েছে? আমি টাকা গুনা বন্ধ করলাম। মুহূর্তের মধ্যে মাথার ভেতরে অনেক চিন্তা খেলে গেল।
ভাবনা-১: ওরা সম্ভবত ভুল করে আমাকে চল্লিশের জায়গায় পঞ্চাশ হাজার টাকা দিয়েছে।
ভাবনা-২: আমি দারুণ রকমের অর্থকষ্টে আছি। এই দশ হাজার টাকা আমাকে সেই কষ্ট থেকে কিছুটা হলেও মুক্তি দিতে পারে।
ভাবনা-৩: এই অতিরিক্ত টাকাটা নেয়া কি ঠিক হবে? এই টাকাটা কি আমার জন্য হালাল হবে?
ভাবনা-৪: না ঠিক হবে না। ওই টাকা আমার জন্য হালাল হবে না। আমি অতীতে এর চাইতেও বড় প্রলোভনকে না করতে সক্ষম হয়েছি। আজও পারবো ইনশাআল্লাহ। আমি দুই ঠোঁট একত্র করে মনকে শক্ত করলাম। কাউন্টারের ওপারের লোককে অতিরিক্ত দশ হাজার টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিলাম।
ভাবনা-৫: আচ্ছা, সত্যি কি আমাকে দশ হাজার টাকা বেশি দেয়া হয়েছে? টাকাগুলো আর একবার গুনে দেখি তো!
আমি টাকাগুলো আবার গুনা শুরু করলাম। এক, দুই, তিন,...বাইশ, তেইশ, চব্বিশ,...আটত্রিশ, ঊনচল্লিশ, চল্লিশ।
আমি হাঁফ ছেড়ে বাঁচলাম। আমাকে পঞ্চাশ নয়, চল্লিশ হাজার টাকাই দেয়া হয়েছে। এক সেকেন্ডের মধ্যে আমার মাথায় খেলে যাওয়া উপরের ভাবনাগুলোর জন্য মনে মনে না হেসে পারলাম না।
বিষয়: বিবিধ
১৬৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন