এক ফোটা বিষ নেব আমি
লিখেছেন লিখেছেন আওয়াজ ২২ মার্চ, ২০১৩, ০৯:১৩:১৭ রাত
অবগুন্ঠনরত কোন নারী তুমি নও,
বেসামাল সমাজে মানুষ নামে তৃণ তুমি ৷
এক গাল বিতৃষ্ণার হাসি হেসে
তোমার নারীত্ব পুড়েছ রণ্জিত্বকুন্তলায় ৷
প্রেমের উশৃংখলতার নোনা জলে
গা ভিজিয়েছ বার কয়েক,
বিত্তের তাওয়ালে গা মুছে
ফুরফুরে বাতাসে পথ চলেছ
শিষ দিয়ে দিয়ে ৷
তোমার বারোয়ারী রুপ অপ্রকাশের চেষ্ঠায়
এ যুগে এসেও আমার প্রেমকে করেছ
ড্রয়িং রুমে বণ্দি ৷
ছলনায় পটিয়সী তুমি
আমাকে করেছ পঞ্চমী কান্তি
সমান্তরালে টেনেছ প্রেমের পাঁচটি সূতো ৷
আমার নির্বুদিতা প্রমাণ করে
তোমার পঞ্চমী প্রণয়স্পদ সেজেছি আমি
এত দিনে জেনেছি তোমার মন
মাটি ছুঁয়ে কসম খেয়েছি
তোমার বারোয়ারী মনে
সমর্পিত হওয়ার আগে
এক ফোটা বিষ নেব আমি ৷
বিষয়: বিবিধ
১০৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন