আমার দেখা হলুদ সাংবাদিকতার ৫১ দিন ৷

লিখেছেন লিখেছেন আওয়াজ ১৯ মার্চ, ২০১৩, ১২:১৮:৪২ রাত

সমাজে গনমাধ্যমের প্রভাব অত্যন্ত প্রবল ,যে কারনে গনতান্এিক রাষ্ট্র ব্যবস্হায় গনমাধ্যম বা মিডিয়াকে গনতন্এের অন্যতম স্তম্ভ হিসাবে বিবেচনা করা হয় ৷কাজেই আমাদের প্রত্যাশা সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য, রাজনৈতিক স্থিতিশীলতার জন্য এবংসর্বপরি ঐক্যবদ্ধ জাতি বির্নিমানে মিডিয়া পালন করবে এক মহাণ নিরপেক্ষ ভুমিকা-যারা সকল রক্ত চক্ষু উপেক্ষা করে সত্যকে সত্য,মিথ্যাকে মিথ্যা বলার সাহসী উচ্চারণে ব্রতী হবে ৷ কিন্তু গত ৫ ফেব্রুয়ারী থেকে আজকের দিন পর্যন্ত মিডিয়ার ভুমিকা লক্ষ্য করলে সচেতন ব্যক্তি মাএই স্বীকার করবেন এরা কি নিদারুন নিরপেক্ষতা হারিয়ে নির্লজ্জের মত আচরণ করছেন ৷অর্ধ সত্য মিথ্যার থেকে ভয়ংকর ,এই কাজটি মিডিয়া খুবই দক্ষতার সাথে করে যাচ্ছে--আর এদের মধ্যে প্রথম আলোর মতি,সমকালের গো সরওয়ার,কালের কন্ঠের ই হ মিলন,ভোরের কাগজের শ্যামলদত্ত,বৈশাখী টিভির বুলবুল,৭১'টিভির মোজ্জামেল বাবুরা নেতৃত্ব দিচ্ছেন এবং প্রতিযোগিতায় নেমেছেন নৈতিকতার প্রশ্নে কে কার থেকে কত বেশি নীচে নামতে পারেন এবং কে কতটা বেশি হলুদ গায়ে মাখতে পারেন ।এখানে আমি অর্ধ সত্যের কথা বলেছি,উদাহরণ দিলে ব্যাপারটা পরিস্কার হবে -লক্ষ্য করবেন কোন পিকেটারকে আওয়ামী ক্যাডাররা মারধোর করে পুলিশে দিলে এসব মিডিয়া উৎসাহে প্রচার করে জনগন গনধোলাই দিয়ে পুলিশে দিল কিংবা জামায়াতের কোন প্রতিষ্ঠানে আওয়ামী ক্যাডাররা হামলা করলে এটাকে উত্তেজিত জনতার হামলা বলে চালিয়ে দেন ৷ সৎ,সাহসী সাংবাদিকতা যেমন নির্যাতিত মানুষকে অত্যাচারির বিরোদ্দে ঐক্য বদ্ধ করতে সাহায্য করে,অন্য দিকে তেমনি হলুদ সাংবাদিকতা অত্যাচারীর পাশে দাড়িয়ে অত্যাচারিকে আরো ভয়ংকর অত্যাচারে প্রেরনা যুগায় ৷শাহাবাগকে নিয়ে হলুদ সাংবাদিকরা সমগ্র জাতিকে যে দুই ভাগে বিভক্ত করলেন তার দায় তারা কিভাবে মিটাবেন ইতিহাসই তা নির্ধারন করবে ৷

বিষয়: বিবিধ

১২৮১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File