নাগিনীর বিষদাঁত (ছবি সহ)
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ২১ এপ্রিল, ২০১৫, ০৮:৫৩:১৪ সকাল
খুন হল কামারুজ্জামান,
খুন হল মোল্লা,
নাগিনীর বিষদাঁত এখনি সামলা।
খুনে ঝরা রক্ত আরশের পানে যাও
ক্ষমতার মসনদ ঠুটে যাবে নিশ্চই।
অন্যায় অবিচার ঠিকে নাতো চিরকাল
পতন হবে নিশ্চয় বিকল অকাল।
বসে কেন নিশ্চুপ বিপ্লবী জনতা
বিপ্লবী তাজা খুন মনে আন ক্ষমত।
খালেদার বহরে চলে কেন হামলা
নাগিনীর বিষদাঁত এখনি সামলা।।
বিষয়: বিবিধ
১৪২৪ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
৩ মাস সাধারণ মানুষকে কষ্ট দেবার মজা উনাকে বুঝিয়ে দিতে মাঠে নেমেছে বীর জনতা।
পাড়া মহল্লার যেখানেই উনাকে পাওয়া যাবে সেখানেই ধাওয়া দেওয়া হবে ।
মন্তব্য করতে লগইন করুন