একটি হাসি মাখা মুখ স্বপ্ন জাগায়.....

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ০৮ মার্চ, ২০১৫, ০১:২২:৪০ দুপুর



একজন শহীদের হাসি মাখা মুখ স্বপ্ন জাগায় জান্নাতের.....

স্বপ্ন দেখায় , রক্তে আগুন ধরায়, শিহরিত হয় তনুমন।

আরশের পানে হাত উঠে যায় অলক্ষ্যে.............. কেবল পতন চায় বিশ্বাসীরা বিশ্বের তাবৎ সৈরচারের..........

মজলুমের আহাজারী আকাশ, বাতাস প্রকম্পিত করে ছুটে যায় আরশের পানে। আকাশের ফেরেস্থারা ল্ববাইক ল্ববাইক বলে সাড়া ফেলে দেয় আসমান জমিন, মহান প্রভুর ডাকে।

তারপর ,

তারপর তাবৎ সৈরচারী হয়ে পড়ে সাদ্দাত, ফেরাউন, পরিণত হয় হস্তি অধিপতির মত তৃণ চর্বিত ভুষি , সামান্য আবাবিলের পাঁথর খন্ডে............



Mahmoud Hassan Ramadan Abdel-Nabi

মুরসিকে উৎখাতের পর অবৈধ সিসি সরকারের আদালত কর্তৃক প্রথম জুডিশিয়াল কিলিং এর শিকার হলেন যিনি।

ইন্নালিল্লাহিওয়াইন্নাইলাইহি রাজিউন

আল্লাহ তাকে একজন শহীদ হিসেবে কবুল করে নিন।

বিষয়: বিবিধ

১৬৩৩ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

307828
০৮ মার্চ ২০১৫ দুপুর ০২:০৫
সোহেল মোল্লা লিখেছেন : আমিন
০৮ মার্চ ২০১৫ দুপুর ০২:২১
248965
সত্য নির্বাক কেন লিখেছেন : চুম্মা আমিন
307838
০৮ মার্চ ২০১৫ দুপুর ০২:৫৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আমিন আমিন
০৮ মার্চ ২০১৫ দুপুর ০৩:৫৩
248969
সত্য নির্বাক কেন লিখেছেন : আমিন
307866
০৮ মার্চ ২০১৫ বিকাল ০৫:৩৫
গাজী সালাউদ্দিন লিখেছেন : তারা ভেবে নিয়েছে ধরে ধরে ফাঁসি দিলেই ইসলামী আন্দোলনের দূর্বার পদযাত্রা স্তব্দ হয়ে যাবে, অথচ ইতিহাস সাক্ষী অত্যাচার যত তীব্র হয় আন্দোলন তথা ইসলামের বিজয় তত ত্বরান্বিত হয়। এই ক'টা দিন না হয় ভুলের মাঝে বসত করলে, সময় কথা বলবে, সেদিন খুব বেশি দূরে নয়, হতে পারে বন্ধ চোখ খোলার পরেই।

307889
০৮ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৫৫
একনিষ্ঠ এক্টিভিষ্ট লিখেছেন : আল্লাহ তুমি এই ভাইটিকে জান্নাতের সুমহান মর্যাদা দান কর।
০৯ মার্চ ২০১৫ দুপুর ০২:৫২
249114
সত্য নির্বাক কেন লিখেছেন : আমিন চুম্মা আমিন।
০৯ মার্চ ২০১৫ দুপুর ০২:৫৩
249116
সত্য নির্বাক কেন লিখেছেন : আমিন চুম্মা আমিন।
307916
০৮ মার্চ ২০১৫ রাত ১০:১১
শেখের পোলা লিখেছেন : মৃত্যু এঁদের জন্য একটি সুসজ্জিত মনোরম কটেজের সদর দরজা যা মুহূর্তেই এঁদের ভিতরে প্রবেশ করিয়ে দেয়৷ ইন্না লিল্লাহে-----৷
০৯ মার্চ ২০১৫ দুপুর ০২:৫৪
249117
সত্য নির্বাক কেন লিখেছেন : জ্যি
307922
০৮ মার্চ ২০১৫ রাত ১০:৫০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নির্বাক।
০৯ মার্চ ২০১৫ দুপুর ০২:৫৩
249115
সত্য নির্বাক কেন লিখেছেন : সবাক হওয়ার এই তো সময়.... নির্বাক আর কত কাল??

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File