একটি হাসি মাখা মুখ স্বপ্ন জাগায়.....
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ০৮ মার্চ, ২০১৫, ০১:২২:৪০ দুপুর
একজন শহীদের হাসি মাখা মুখ স্বপ্ন জাগায় জান্নাতের.....
স্বপ্ন দেখায় , রক্তে আগুন ধরায়, শিহরিত হয় তনুমন।
আরশের পানে হাত উঠে যায় অলক্ষ্যে.............. কেবল পতন চায় বিশ্বাসীরা বিশ্বের তাবৎ সৈরচারের..........
মজলুমের আহাজারী আকাশ, বাতাস প্রকম্পিত করে ছুটে যায় আরশের পানে। আকাশের ফেরেস্থারা ল্ববাইক ল্ববাইক বলে সাড়া ফেলে দেয় আসমান জমিন, মহান প্রভুর ডাকে।
তারপর ,
তারপর তাবৎ সৈরচারী হয়ে পড়ে সাদ্দাত, ফেরাউন, পরিণত হয় হস্তি অধিপতির মত তৃণ চর্বিত ভুষি , সামান্য আবাবিলের পাঁথর খন্ডে............
Mahmoud Hassan Ramadan Abdel-Nabi
মুরসিকে উৎখাতের পর অবৈধ সিসি সরকারের আদালত কর্তৃক প্রথম জুডিশিয়াল কিলিং এর শিকার হলেন যিনি।
ইন্নালিল্লাহিওয়াইন্নাইলাইহি রাজিউন
আল্লাহ তাকে একজন শহীদ হিসেবে কবুল করে নিন।
বিষয়: বিবিধ
১৬৫০ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন